পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট উইন্ডিজ। পাকিস্তানের মাটিতে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান জানিয়েছেন এখন তাঁদের চোখ ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে। এই সিরিজে ভালো করতে চায় তাঁর দল।
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সিরিজ শুরু হবে ১৬ জুন। অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। সব মিলিয়ে এই সফরে তাঁরা বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ওয়েস্ট উইন্ডিজ। রোববার সিরিজের শেষ ওয়ানডেতে ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৩ রানে হারে পুরানের দল। এর আগে ২য় ওয়ানডেতে হেরেছিল ১২০ রানের বড় ব্যবধানে। আর প্রথম ম্যাচে তাঁরা ৩০৬ রান করেও পাকিস্তানি ব্যাটারদের দৃঢ়তায় হেরেছিল ৫ উইকেটে।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খবর জানতে - এখানে ক্লিক করুন
দলের এমন পারফরম্যান্সের পর পুরান বলেছেন, ‘শেষ দুই ম্যাচ আমরা খুবই বাজে খেলেছি। প্রথম ম্যাচে অবশ্য আমরা ভালো খেলেছিলাম। এ সিরিজে অনেক কিছু শিখেছি। সামনের সিরিজে তা কাজে লাগাতে চাই। আর এ সিরিজে যাঁরা চ্যালেঞ্জ নিয়েছেন তাঁদের জন্য আমি গর্বিত।’ পুরান পাকিস্তানের দর্শকদের (বিশেষ করে মুলতানের দর্শক) ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এখানকার দর্শকরা অসাধারণ। আমরা তাঁদেরকে ভালোবাসি। এটা প্রশংসার যোগ্য কারণ তাঁরা ক্রিকেটকে সমর্থন করেছেন।’
এই সম্পর্কিত পড়ুন:
পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট উইন্ডিজ। পাকিস্তানের মাটিতে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান জানিয়েছেন এখন তাঁদের চোখ ঘরের মাঠে বাংলাদেশ সিরিজে। এই সিরিজে ভালো করতে চায় তাঁর দল।
বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সিরিজ শুরু হবে ১৬ জুন। অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। সব মিলিয়ে এই সফরে তাঁরা বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল ওয়েস্ট উইন্ডিজ। রোববার সিরিজের শেষ ওয়ানডেতে ডার্ক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৩ রানে হারে পুরানের দল। এর আগে ২য় ওয়ানডেতে হেরেছিল ১২০ রানের বড় ব্যবধানে। আর প্রথম ম্যাচে তাঁরা ৩০৬ রান করেও পাকিস্তানি ব্যাটারদের দৃঢ়তায় হেরেছিল ৫ উইকেটে।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খবর জানতে - এখানে ক্লিক করুন
দলের এমন পারফরম্যান্সের পর পুরান বলেছেন, ‘শেষ দুই ম্যাচ আমরা খুবই বাজে খেলেছি। প্রথম ম্যাচে অবশ্য আমরা ভালো খেলেছিলাম। এ সিরিজে অনেক কিছু শিখেছি। সামনের সিরিজে তা কাজে লাগাতে চাই। আর এ সিরিজে যাঁরা চ্যালেঞ্জ নিয়েছেন তাঁদের জন্য আমি গর্বিত।’ পুরান পাকিস্তানের দর্শকদের (বিশেষ করে মুলতানের দর্শক) ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘এখানকার দর্শকরা অসাধারণ। আমরা তাঁদেরকে ভালোবাসি। এটা প্রশংসার যোগ্য কারণ তাঁরা ক্রিকেটকে সমর্থন করেছেন।’
এই সম্পর্কিত পড়ুন:
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৭ ঘণ্টা আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচ ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন
৮ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে