নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে চট্টগ্রামে সিরিজ বাঁচানোর টেস্টে বাংলাদেশ পেয়েছে অসাধারণ এক জয়। এরপরও শান্ত নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন।
ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে কাল চট্টগ্রামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘না, আমি আসলে খুব বেশি খুশি না। দুই ম্যাচের পর এর চেয়ে ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি, দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছি।’
শান্ত এই সিরিজ থেকে অনেক প্রাপ্তিও তুলে ধরলেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তাইজুল ভাই প্রথম ম্যাচে বোলিংয়ের পর এই ম্যাচে যেভাবে ফিরে এসেছেন, সেটি প্রশংসনীয়। সাদমানের অসাধারণ সেঞ্চুরি, (এনামুল হক) বিজয়ের দলে ফিরে এসে ভালো ব্যাটিং করা, যদিও বড় ইনিংস হয়নি। তবু ওপেনিংয়ে এই উন্নতি দেখে অনেক ভালো লেগেছে। এখানে ধারাবাহিক হতে হবে। (তানজিম) সাকিবের ব্যাটিংটাও অনেক ভালো লেগেছে। লেজের দিকে অতীতে যেমন তাইজুল ভাই অনেক বল মোকাবিলা করেছেন, সাকিবের ব্যাটিং প্রথম ম্যাচে দারুণ ছিল।’
শুধু একটি জয় নয়, বরং জুনে শ্রীলঙ্কা সফরের কথা মাথায় রেখে শান্ত নিজেদের লক্ষ্যের কথাও বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব খারাপ খেলেছি, এই ম্যাচটা শুধু জিততেই হবে, এমন নয়। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানে টেস্ট জিতেছি, আমাদের সেই সামর্থ্য রয়েছে। যে মানের ক্রিকেট খেলতে পারি, সেই মানে খেলার চেষ্টা করেছি। সামনে শ্রীলঙ্কা সফর খুব গুরুত্বপূর্ণ। আমি চাই, টপ অর্ডারে আরও বড় রান আসুক, কেউ যেন ১০০ বা ৪০ রান করে আউট না হয়ে যায়। শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকে, সুতরাং সেখানে বড় ইনিংসের জন্য আরও বেশি মনোযোগী হতে হবে।’
সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে চট্টগ্রামে সিরিজ বাঁচানোর টেস্টে বাংলাদেশ পেয়েছে অসাধারণ এক জয়। এরপরও শান্ত নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন।
ব্যাটারদের আউট হওয়ার ধরন নিয়ে কাল চট্টগ্রামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘না, আমি আসলে খুব বেশি খুশি না। দুই ম্যাচের পর এর চেয়ে ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি, দ্বিতীয় ম্যাচে ফিরে এসেছি।’
শান্ত এই সিরিজ থেকে অনেক প্রাপ্তিও তুলে ধরলেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তাইজুল ভাই প্রথম ম্যাচে বোলিংয়ের পর এই ম্যাচে যেভাবে ফিরে এসেছেন, সেটি প্রশংসনীয়। সাদমানের অসাধারণ সেঞ্চুরি, (এনামুল হক) বিজয়ের দলে ফিরে এসে ভালো ব্যাটিং করা, যদিও বড় ইনিংস হয়নি। তবু ওপেনিংয়ে এই উন্নতি দেখে অনেক ভালো লেগেছে। এখানে ধারাবাহিক হতে হবে। (তানজিম) সাকিবের ব্যাটিংটাও অনেক ভালো লেগেছে। লেজের দিকে অতীতে যেমন তাইজুল ভাই অনেক বল মোকাবিলা করেছেন, সাকিবের ব্যাটিং প্রথম ম্যাচে দারুণ ছিল।’
শুধু একটি জয় নয়, বরং জুনে শ্রীলঙ্কা সফরের কথা মাথায় রেখে শান্ত নিজেদের লক্ষ্যের কথাও বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব খারাপ খেলেছি, এই ম্যাচটা শুধু জিততেই হবে, এমন নয়। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানে টেস্ট জিতেছি, আমাদের সেই সামর্থ্য রয়েছে। যে মানের ক্রিকেট খেলতে পারি, সেই মানে খেলার চেষ্টা করেছি। সামনে শ্রীলঙ্কা সফর খুব গুরুত্বপূর্ণ। আমি চাই, টপ অর্ডারে আরও বড় রান আসুক, কেউ যেন ১০০ বা ৪০ রান করে আউট না হয়ে যায়। শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকে, সুতরাং সেখানে বড় ইনিংসের জন্য আরও বেশি মনোযোগী হতে হবে।’
ক্রীড়াঙ্গনে ম্যাচ পাতানোর খবর শোনা যায় অহরহ। দল ও ক্লাবগুলো প্রায়ই পেয়ে থাকে নিষেধাজ্ঞা। অনেক সময় ক্লাবের কর্মকর্তারাও আজীবন বা সাময়িকভাবে নিষিদ্ধ হয়ে যান। এবার আর্সেনাল তিভাত নামের এক ক্লাবকে কঠিন শাস্তি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
১ ঘণ্টা আগে১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভালো সময়ের চেয়ে খারাপ সময়টাই বেশি দেখেছেন লিটন দাস। আর বাজে সময়ে সমালোচনা তো বটেই, সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কী পরিমাণ বিদ্রূপ চলে, সেটা তাঁর চেয়ে আর ভালো কে জানবেন! ব্যর্থতার চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন এবার ফিরলেন লঙ্কা জয় করে।
২ ঘণ্টা আগে২০ ওভারের ক্রিকেটেই যেখানে উচ্ছ্বাস-হতাশা, আনন্দ-বেদনার জমাট গল্প, সেখানে পাঁচ দিনের ক্রিকেট মাঠে গিয়ে দেখবে কে! বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা বিচ্ছিন্নভাবে লাল বলের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন। কিন্তু প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পর দীর্ঘ দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও হারি
৩ ঘণ্টা আগেশেষ ভালো যাঁর, সব ভালো তাঁর—কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে এমনটা বলা যায়। এবারের শ্রীলঙ্কা সফরটা নেহাতই মন্দ হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজ হারলেও গলে বীরত্বপূর্ণ ড্র করেছে দলটি। ওয়ানডে সিরিজও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। সব ছাপিয়ে বাংলাদেশ সফর
৪ ঘণ্টা আগে