Ajker Patrika

ছেলেরা এখন ঘাবড়ে যায় না, বলছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ২০: ০৪
ছেলেরা এখন ঘাবড়ে যায় না, বলছেন সাকিব

তাওহীদ হৃদয়-হাসান মাহমুদদের মতো নতুন যাঁরাই আসছেন, দুর্দান্ত সব পারফরম্যান্স করছেন। লম্বা সময় পর প্রত্যাবর্তন হওয়া রনি তালুকদারও ব্যাট হাতে অসাধারণ খেলছেন। সতীর্থদের এমন পারফরম্যান্সে মুগ্ধ না হয়ে কি পারেন অধিনায়ক সাকিব আল হাসান? 

সাকিবের মতে, এমন সাফল্যের মন্ত্র বড় মঞ্চে তরুণদের ঘাবড়ে না যাওয়া। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। রনি-লিটনের দারুণ দুটি ইনিংসের পর বল হাতে আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। দলের এমন পারফরম্যান্সের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থদের নিয়ে বেশ প্রশংসাই করেছেন সাকিব আল হাসান। 

সাকিব বলেছেন, ‘এটাই (ভয়ডরহীন ক্রিকেট) আমরা চাই। একজন-দুজনের পক্ষে সব সময় দলে অবদান রাখা কঠিন। আমরা এই ধরনের অলরাউন্ড পারফরম্যান্স চাই। যে আক্রমণাত্মক ক্রিকেট তারা (রনি-লিটন) খেলেছে, তারাই আসলে খেলার সুর তৈরি করে দিয়েছে।’ 

এরপরই সাকিবের কণ্ঠে নতুনদের নিয়ে উচ্ছ্বাস, ‘নতুন ছেলেরা এখন ঘাবড়ে যায় না। তারা এখন সামনে আসতে চায় এবং পারফর্ম করতে চায়। যেভাবে তারা বোলিং করেছে, এক কথায় দুর্দান্ত। আমাদের এমন আরও দু-একজন ক্রিকেটার আছে, কিন্তু পেসারদের অমন অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য তারা সুযোগ পাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত