Ajker Patrika

এবার সেই রানে চট্টগ্রামকে ঘায়েল করল বরিশাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৮: ০২
এবার সেই রানে চট্টগ্রামকে ঘায়েল করল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ২০২ রান। সিলেট সানরাইজার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স করেছিল এই রান। বিপিএলের নবম সংস্করণে আজ চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেও হলো ২০২ রান। তবে এবার চট্টগ্রামের বিপক্ষে ফরচুন বরিশাল করেছে এই বিশাল সংগ্রহ।

গত টুর্নামেন্টে চট্টগ্রাম জিতলেও এবার বরিশালের কাছে হেরেছে তারা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের নবম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ২৬ রানের জয় পেয়েছে বরিশাল।

সাকিব আল হাসানদের দেওয়া ২০৩ রানের লক্ষ্য তাড়ায় ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করতে পেরেছে চট্টগ্রাম।

আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি-ফিফটি করা উসমান খান ও ম্যাক্স ও’ডাউড আজও ভালো শুরু এনে দেন চট্টগ্রামকে। ৫ ওভারে দলীয় সংগ্রহে জমা পড়ে ৪৮ রান। পঞ্চম ওভারের শেষ বলে কামরুল ইসলাম রাব্বির করা শট বল পয়েন্টে ফিল্ডিং করা সানজামুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন উসমান। ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানি ব্যাটার। ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা।

দশম ওভারে ২৯ বলে ২৯ রান করে সাকিব আল হাসানে বলে আউট হন ডাউড। ২১ বলে ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন উন্মুক্ত চাঁদ। এরপর আফিফ হোসেন ও জিয়াউর রহমানরা চেষ্টা করেও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি।

এর আগে ইফতিখার আহমেদ ও ইবরাহিম জাদরান ছক্কা-চারে দিশেহারা করে তোলেন চট্টগ্রামের বোলারদের। ২৬ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন ইফতিখার। ৩টি চার ও ৫টি ছক্কায় ২১৯ স্ট্রাইক রেটের ইনিংসটি খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার। ৩৩ বলে ৪৮ রান করেছেন ইবরাহিম। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ১২ বলে ২৪, এনামুল হক বিজয় ৩০ ও মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ২৫ রান। এতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান করে বরিশাল। এখন পর্যন্ত এটাই এই বিপিএলের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

চট্টগ্রামের হয়ে আবু জায়েদ রাহী ৪ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত