Ajker Patrika

দর্শকদের মারতে যাওয়া পাকিস্তানি ক্রিকেটারের ঘটনায় মুখ খুলল পিসিবি

ক্রীড়া ডেস্ক    
দর্শকদের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে খুশদিল শাহর সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটেছে। ছবি: এক্স
দর্শকদের সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে খুশদিল শাহর সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটেছে। ছবি: এক্স

নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের মাঠের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বাজে পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ঘটনাতেও পাকিস্তানকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল হারের পর দর্শকদের মারতে যান পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। তাতে নিন্দা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মাউন্ট মঙ্গানুইয়ে ৪৩ রানে হেরে যাওয়া পাকিস্তান দলকে নিয়ে কটাক্ষ করতে থাকেন তিন দর্শক। খুশদিল এই ঘটনায় মেজাজ ধরে রাখতে না পেরে দর্শকদের দিকে তেড়ে যান। দর্শকদের সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারের বাদানুবাদের ঘটনায় পাকিস্তান দলের ম্যানেজমেন্টের এক ব্যক্তি বলেছেন, ‘বিদেশি দর্শকেরা যে জাতীয় দলের ক্রিকেটারদের লক্ষ্য করে বাজে ভাষা ব্যবহার করেছে, পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজমেন্ট তাতে তীব্র নিন্দা জানাচ্ছে।’

খুশদিল থামতে বললেও দর্শকেরা তাতে কান না দিয়ে লাগাতার মন্তব্য করে গেছেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পাকিস্তানি ক্রিকেটার আক্রমণাত্মক হয়েছেন বলে পিসিবি মনে করছে। এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘আজ (গতকাল) ম্যাচ চলার সময়, বিদেশি দর্শকেরা মাঠে থাকা ক্রিকেটারদের লক্ষ্য করে অযাচিত মন্তব্য করেছেন। যখন পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল, খুশদিল শাহ এগিয়ে যায় এবং দর্শকদের বিরত থাকতে বলেছেন। উত্তরে আফগান সমর্থকেরা পাশতো ভাষায় আরও বাজে মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করেছেন। পাকিস্তান দলের অভিযোগের প্রেক্ষিতে স্টেডিয়াম কর্মকর্তারা হস্তক্ষেপ করেছেন ও ঝামেলা সৃষ্টি করা দুই দর্শককে মাঠ থেকে বহিষ্কার করেছেন।’

মাউন্ট মঙ্গানুইয়ে গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। মাঠের আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে করেছে ৮ উইকেটে ২৬৪ রান। তবে বরাবরের মতো ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তান পারেনি ধবলধোলাই এড়াতে। ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। ৪০ বলে করেছেন ৫৯ রান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন কিউই পেসার বেন সিয়ার্স। টানা দুই ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।

খুশদিল গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে সুযোগ পাননি। আর পাকিস্তান ধবলধোলাই হওয়ার পর দর্শকদের কটাক্ষ তাঁর মেজাজ অনেক বিগড়ে দিয়েছে। নিরাপত্তাকর্মী তাঁকে না আটকালে হয়তো হাতাহাতিই হয়ে যেত। তখন খুশদিলের পাশেই ছিলেন বাবর আজম ও ফাহিম আশরাফ। নিউজিল্যান্ড সফরে খুশদিলের মেজাজ হারানোর ঘটনা এটাই প্রথম নয়। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কিউই পেসার জাকারি ফুকসের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁকে তখন ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত