আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোহাম্মদ শামি বাইরে আছেন ২০২৩ সালের ১৯ নভেম্বরের পর থেকে। গোড়ালির চোটে পড়ে দীর্ঘদিন ম্যাচ খেলতে না পারা শামি আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। ভারতের এই পেসার জানিয়েছেন, পুরো ফিট হয়েই তিনি ফিরতে চান ক্রিকেটে।
বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। প্রায় দেড় মাসের বিরতির পর এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। ঘরের মাঠে ভারত এরপর খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। দুটি হোম সিরিজ খেলার পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত উড়াল দেবে অস্ট্রেলিয়ায়। ভারতের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে গতকাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) এক অনুষ্ঠানে শামি বলেন, ‘যতটা সুস্থ হয়ে ফিরতে পারব, ততই আমার জন্য ভালো। তাড়াহুড়ো করে আবার চোটে পড়তে চাই না। সেটা বাংলাদেশ, নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া সিরিজ যা-ই হোক না কেন। এরই মধ্যে বোলিং শুরু করেছি। তবে শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কোনো রকম ঝুঁকি নিচ্ছি না।’
গোড়ালির চোট থেকে সেরে উঠতে এ বছরের শুরুতে লন্ডনে অস্ত্রোপচারও করিয়েছেন শামি। কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জনও শোনা গিয়েছিল, যেখানে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে হয়তো তাঁর নাম দেখা যেত। কারণ কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল এখনো ঘোষণা করেনি ভারত। ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সে যা-ই হোক, পুরো ফিট না হয়ে মাঠের ক্রিকেটে ফিরতে চান না শামি। ৩৪ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘ফিরে আসতে কঠোর পরিশ্রম করছি। কারণ আমি জানি যে দীর্ঘদিন মাঠের বাইরে আছি। যা-ই ঘটুক না কেন, ফেরার সময় কোনো রকম অস্বস্তি যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই। নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, যাতে করে কোনো রকম অস্বস্তি বোধ না হয়।’
ভারতের সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) গত মাসে এক প্রতিবেদন প্রকাশ করেছিল যে রঞ্জি ট্রফি দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন শামি, যেখানে ১১ অক্টোবর ও ১৮ অক্টোবর উত্তর প্রদেশ ও বিহারের বিপক্ষে রঞ্জিতে ম্যাচ খেলবে বেঙ্গল। শামির খেলার কথা বেঙ্গলের হয়েই। ধারণা করা হচ্ছে, রঞ্জির যেকোনো একটি ম্যাচ তিনি খেলতে পারেন। ভারতীয় তারকা পেসার বলেন, ‘যদি ঘরোয়া ক্রিকেট খেলে ফিটনেস প্রমাণ করতে হয়, তাহলে সেটাই করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রতিপক্ষ-সংস্করণ যা-ই হোক না কেন, আমার ফিট হয়ে ওঠা গুরুত্বপূর্ণ।’
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে ১৬ অক্টোবর শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে পুনেতে ২৪ অক্টোবর। বেঙ্গালুরু, পুনের পর দল দুটি চলে যাবে মুম্বাইয়ে। ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোহাম্মদ শামি বাইরে আছেন ২০২৩ সালের ১৯ নভেম্বরের পর থেকে। গোড়ালির চোটে পড়ে দীর্ঘদিন ম্যাচ খেলতে না পারা শামি আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। ভারতের এই পেসার জানিয়েছেন, পুরো ফিট হয়েই তিনি ফিরতে চান ক্রিকেটে।
বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। প্রায় দেড় মাসের বিরতির পর এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। ঘরের মাঠে ভারত এরপর খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। দুটি হোম সিরিজ খেলার পর পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত উড়াল দেবে অস্ট্রেলিয়ায়। ভারতের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে গতকাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) এক অনুষ্ঠানে শামি বলেন, ‘যতটা সুস্থ হয়ে ফিরতে পারব, ততই আমার জন্য ভালো। তাড়াহুড়ো করে আবার চোটে পড়তে চাই না। সেটা বাংলাদেশ, নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া সিরিজ যা-ই হোক না কেন। এরই মধ্যে বোলিং শুরু করেছি। তবে শতভাগ ফিট না হওয়া পর্যন্ত কোনো রকম ঝুঁকি নিচ্ছি না।’
গোড়ালির চোট থেকে সেরে উঠতে এ বছরের শুরুতে লন্ডনে অস্ত্রোপচারও করিয়েছেন শামি। কয়েকবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জনও শোনা গিয়েছিল, যেখানে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে হয়তো তাঁর নাম দেখা যেত। কারণ কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য দল এখনো ঘোষণা করেনি ভারত। ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। সে যা-ই হোক, পুরো ফিট না হয়ে মাঠের ক্রিকেটে ফিরতে চান না শামি। ৩৪ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার বলেন, ‘ফিরে আসতে কঠোর পরিশ্রম করছি। কারণ আমি জানি যে দীর্ঘদিন মাঠের বাইরে আছি। যা-ই ঘটুক না কেন, ফেরার সময় কোনো রকম অস্বস্তি যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই। নিজের ফিটনেস নিয়ে কাজ করতে হবে, যাতে করে কোনো রকম অস্বস্তি বোধ না হয়।’
ভারতের সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) গত মাসে এক প্রতিবেদন প্রকাশ করেছিল যে রঞ্জি ট্রফি দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন শামি, যেখানে ১১ অক্টোবর ও ১৮ অক্টোবর উত্তর প্রদেশ ও বিহারের বিপক্ষে রঞ্জিতে ম্যাচ খেলবে বেঙ্গল। শামির খেলার কথা বেঙ্গলের হয়েই। ধারণা করা হচ্ছে, রঞ্জির যেকোনো একটি ম্যাচ তিনি খেলতে পারেন। ভারতীয় তারকা পেসার বলেন, ‘যদি ঘরোয়া ক্রিকেট খেলে ফিটনেস প্রমাণ করতে হয়, তাহলে সেটাই করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রতিপক্ষ-সংস্করণ যা-ই হোক না কেন, আমার ফিট হয়ে ওঠা গুরুত্বপূর্ণ।’
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে ১৬ অক্টোবর শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে পুনেতে ২৪ অক্টোবর। বেঙ্গালুরু, পুনের পর দল দুটি চলে যাবে মুম্বাইয়ে। ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৪৩ মিনিট আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে ফিফটি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
২ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৩ ঘণ্টা আগে