Ajker Patrika

শারজার উইকেট অনেকটা মিরপুরের মতো!

রানা আব্বাস, শারজা থেকে
আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১২: ০৯
শারজার উইকেট অনেকটা  মিরপুরের মতো!

বাংলাদেশ দলের অনুশীলন শুরু বেলা দেড়টায়। মাঠে ঢুকে বেশ মনোযোগ দিয়েই উইকেট দেখলেন মুশফিকুর রহিম। যেকোনো ম্যাচের আগে উইকেট দেখা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু মুশফিকের বিষয়টা ভিন্ন।

সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে ছন্দে ফেরার অপেক্ষায় আছেন মুশফিক। মাসকাটে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে তিন ইনিংসে করেছেন ৫, ৬ ও ৩৮ রান। দলের অভিজ্ঞ এই ব্যাটারের রানখরা নিয়ে নিয়মিত কথা বলতে হচ্ছে মাহমুদউল্লাহকে। বাংলাদেশ অধিনায়ক অবশ্য তাঁর আস্থার হাতটা মুশফিকের কাঁধেই রাখছেন। পাপুয়া নিউগিনির বিপক্ষে তো অস্ফুট স্বরে বললেন, ‘বাইরের অনেকের আস্থা না-ও থাকতে পারে, আমাদের আছে (ছন্দ হারিয়ে ফেলা ব্যাটারের ওপর)। অধিনায়কের আস্থার প্রতিদান দিতেই শুধু নয়, নিজের ভেতরে তীব্র হয়ে ওঠা রানক্ষুধা মেটাতেও মুশির দ্যুতিময় ইনিংস খেলা জরুরি হয়ে গেছে। আর সেটির জন্য তাঁর কাছে শ্রীলঙ্কার চেয়ে ভালো প্রতিপক্ষ আর কী হতে পারে!

গত সাত-আট বছরে তিন সংস্করণেই শ্রীলঙ্কাকে ‘প্রিয়’ প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন মুশফিক। এই তো গত মে মাসেও মিরপুরে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন মুশি; পেয়েছেন ফিফটি-সেঞ্চুরি। অবশ্য বলতে পারেন, খেলাটা কিন্তু মিরপুর নয়, শারজায়। কিন্তু তাতে কী? রাসেল ডমিঙ্গো শারজায় যেভাবে মিরপুরের ‘ছোঁয়া’ পেয়েছেন, সেটি শুধু মুশফিকেরই নয়, বাংলাদেশ দলের সবারই চোখ চকচক করে উঠবে।

ডমিঙ্গো গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অবশ্যই এ ধরনের কন্ডিশন আমাদের কাজে দিতে পারে। অনেকটা ঢাকার উইকেটের মতোই হতে পারে। আশা করি কালকের (আজ) ম্যাচে আমাদের এটি সহায়তা করবে।’ ‘ঢাকার উইকেট’ বলতে মন্থর, স্পিন-সহায়ক উইকেট—এ ধরনের উইকেটেই তো বাংলাদেশ নিজেদের মাঠে সর্বশেষ দুটি সিরিজ খেলেছে। আর সেই উইকেট নিয়ে কম কথা হয়নি গত দুই মাসে। অবশ্য সব সময়ই শারজায় হাই স্কোরিং ম্যাচ কম দেখা যায়। এই মাঠে আন্তর্জাতিক টি-টোয়েন্টি একবারই ২০০ পেরোনো ইনিংস দেখেছে। ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটে ২১৫ রান করেছিল আফগানিস্তান। এবারের আইপিএলে শারজায় হওয়া বেশির ভাগ ম্যাচও হয়েছে লো স্কোরিং। আইপিএল খেলার অভিজ্ঞতা থেকে মোস্তাফিজুর রহমান টুর্নামেন্টের আগে আজকের পত্রিকাকে বলেছিলেন, শারজায় সাধারণত বড় স্কোর হয় না।

সীমিত ওভারের ক্রিকেটে লো স্কোরিং ম্যাচের জন্য বিশেষ ‘খ্যাতি’ পাওয়া মিরপুরের উইকেটের সঙ্গে যদি মিল থাকে শারজার, তবে কি বাংলাদেশের বোলিং আজ স্পিন-নির্ভর হবে? ডমিঙ্গো অবশ্য প্রশ্নটা এড়িয়েই যেতে চাইলেন, ‘আগেই বলেছি, এখনো উইকেট দেখা হয়নি আমার। আমরা হয়তো আজ (গতকাল) সন্ধ্যায় কিংবা সকালে একাদশ চূড়ান্ত করব। জানি স্পিনাররা ভালো ভূমিকা রাখে। তবে এখানে দীর্ঘদেহী বোলাররাও ভালো করে।’

বোলিং আক্রমণে যদি পরিবর্তনই আসে; একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে নাসুম আহমেদের সুযোগ মিলবে কি না, তা এটি লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে গতকাল অনুশীলনে নাসুমকে নিয়ে স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথকে বেশ ব্যস্ত দেখাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত