স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশের মেয়েদের। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৮ উইকেটে।
হারের চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন। ২০ ওভারের ম্যাচে ৫৭ বল ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ৪৯ বলে নেই কোনো বাউন্ডারি। এটা কোনো টি-টোয়েন্টি নাকি টেস্ট ম্যাচ, তা বোঝাই ছিল দুষ্কর। নিজেদের এমন মেনে নিতে পারছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।
রান তোলার সুযোগ হাতছাড়া করেছেন উল্লেখ করে ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদের অনেক উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোয় তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদের শট খেলার জায়গা দিচ্ছিল না। সিঙ্গেল নেওয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি, যা চাপ তৈরি করেছে আমাদের ওপর।’
বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের মেয়েদের। এ ধরনের টুর্নামেন্টে দল তেমন অভিজ্ঞ নয়, বললেন জ্যোতি। এখান থেকে শিক্ষা অর্জন করে সামনে কাজে লাগানোর কথা বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এ ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়।’
নিজেদের ব্যাটিংয়ে উন্নতি দেখছেন জ্যোতি, ‘আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়ার।’
স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই হার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা প্রায় শেষ বাংলাদেশের মেয়েদের। গতকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৮ উইকেটে।
হারের চেয়েও বেশি আলোচনায় বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন। ২০ ওভারের ম্যাচে ৫৭ বল ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ৪৯ বলে নেই কোনো বাউন্ডারি। এটা কোনো টি-টোয়েন্টি নাকি টেস্ট ম্যাচ, তা বোঝাই ছিল দুষ্কর। নিজেদের এমন মেনে নিতে পারছেন না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।
রান তোলার সুযোগ হাতছাড়া করেছেন উল্লেখ করে ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। তবে মাঝের সময়টায় আমরা অনেক বেশি ডট খেলেছি এবং পরে তাদের অনেক উইকেট বিলিয়ে দিয়েছি। মাঝের ওভারগুলোয় তাদের বোলাররা সত্যিই অনেক ভালো বল করেছে এবং আমাদের শট খেলার জায়গা দিচ্ছিল না। সিঙ্গেল নেওয়ার অনেক সুযোগও আমরা হাতছাড়া করেছি, যা চাপ তৈরি করেছে আমাদের ওপর।’
বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত বাংলাদেশের মেয়েদের। এ ধরনের টুর্নামেন্টে দল তেমন অভিজ্ঞ নয়, বললেন জ্যোতি। এখান থেকে শিক্ষা অর্জন করে সামনে কাজে লাগানোর কথা বললেন বাংলাদেশ অধিনায়ক, ‘শিক্ষণীয় অনেক কিছুই আমরা সামনে বয়ে নিতে পারি। বিশেষ করে এই ধরনের টুর্নামেন্টে কীভাবে ইতিবাচক থাকতে হয়। আমাদের দলটা এ ধরনের টুর্নামেন্টে খুব বেশি অভিজ্ঞ নয়।’
নিজেদের ব্যাটিংয়ে উন্নতি দেখছেন জ্যোতি, ‘আমাদের জন্য জরুরি হলো ব্যাটিং ইউনিট হিসেবে আরও বেশি তাড়না দেখানোয় মনোযোগ দেওয়া। আমাদের বোলাররা প্রতিটি ম্যাচেই তাদের কাজ করতে পেরেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের দায়িত্ব আরও শক্তিশালী হওয়ার।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৮ ঘণ্টা আগে