Ajker Patrika

সাকিবের ফিফটি সত্ত্বেও বিপদে বাংলাদেশ  

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪: ০৫
সাকিবের ফিফটি সত্ত্বেও বিপদে বাংলাদেশ  

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ।  বলতে গেলে বাংলাদেশকে একাই টেনে নিচ্ছেন সাকিব আল হাসান। অধিনায়কের ফিফটিতে এখন পর্যন্ত ১৬ ওভারে বাংলাদেশ করেছে ৬ উইকেটে ১৩৫ রান। 

অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও ওপেনিং করা হয়নি সৌম্য সরকারের। সৌম্য খেলেছেন ৩ নম্বরে। অর জুটি উদ্বোধন করেছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত।  শান্ত দুবার জীবন পেয়েও করেছেন ১২ বলে মাত্র ১১ রান। দারুণভাবে খেলতে থাকা লিটনও বিদায় নেন প্রথম পাওয়ারপ্লের মধ্যেই। ১৬ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার।

শান্ত ও লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব আল হাসান। উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন সাকিব। তৃতীয় উইকেটে সৌম্যর সঙ্গে করেছেন ৪৩ রানের জুটি। এরপর আফিফ হোসেন ধ্রুব নামলেও তাড়াতাড়ি আউট হয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১তম ফিফটি তুলে নিয়েছেন সাকিব। ৩৫ বলে ৫৭ করে অপরাজিত আছেন বাংলাদেশের অধিনায়ক।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত