Ajker Patrika

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলি পেল পাকিস্তান–শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৪: ২৩
বিমান হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। তাঁদের প্রতি সম্মান জানাতে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানরা। ছবি: এক্স:
বিমান হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের তিন ক্রিকেটার। তাঁদের প্রতি সম্মান জানাতে ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়িয়েছে আফগানরা। ছবি: এক্স:

বিমান হামলায় তিন ক্রিকেটারসহ আরও বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হওয়ায় পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে আসে আফগানিস্তান। এরপরও থমকে যাচ্ছে না তিন দলের সিরিজটি। ইতিমধ্যে আফগানদের বদলি হিসেবে জিম্বাবুয়েকে বেছে নিয়েছে তারা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) দাবি, সীমান্তবর্তী জেলা আরগুনে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হারুন, কবির আগা ও সিবগাতুল্লাহ নামের তিন ক্রিকেটার। তাঁরা সবাই শারানায় একটি প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফিরছিলেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই ত্রিদেশীয় সিরিজ বয়কটের সিদ্ধান্ত নেয় এসিবি।

আফগানিস্তান সরে দাঁড়ানোয় বিকল্প খুঁজতেই হতো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। দল খুঁজতে বেশি সময় নিল না পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনেনি তারা। একই সঙ্গে এসিবির সিদ্ধান্তেও কোনো প্রতিক্রিয়া জানায়নি পিসিবি।

গত মাসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে নিজেদের মাঠে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত এই সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি আয়োজন করতে চায় সংস্থাটি। বিমান হামলাকে কেন্দ্র করে আফগানিস্তান সরে দাঁড়ালেও সিরিজ আয়োজনে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না পিসিবিকে।

রাওয়ালপিন্ডিতে আগামী ১৭ নভেম্বর ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল দুবার করে একে অন্যের মোকাবিলা করবে। টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে তিন দলের সিরিজটির পর্দা নামবে।

তিন ক্রিকেটার নিহত হওয়ায় এসিবির পাশাপাশি পাকিস্তানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন ভিন্ন ভিন্ন বার্তা। রশিদ তো পাকিস্তান সুপার লিগ (পিএসএল) বয়কটের হুমকিই দিয়ে রেখেছেন। এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে যে ফাটল ধরছে সেটা বুঝতে আর বাকি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটা তুলে দিলে নারীদের খুঁজেও পাওয়া যাবে না: সামান্তা শারমিন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

আন্দোলনের মধ্যেই ফের বাড়ল এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত