Ajker Patrika

পাপনদের পদত্যাগের দাবিতে শেরেবাংলায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১: ৩৬
পাপনদের পদত্যাগের দাবিতে শেরেবাংলায় বিক্ষোভ

ক্ষমতার পটপরিবর্তনের পরই একটি দৃশ্য নিয়মিত দেখা যাচ্ছে মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে। কখনো মিছিল-স্লোগান, দল বেঁধে আগমন কিংবা মূল ফটকের কাছে দলবদ্ধ হয়ে বসে থাকছেন বিক্ষোভকারীরা। 

এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটের সামনে জটলা বেঁধে বিক্ষোভ করছেন  বিএনপিপন্থী সংগঠক ও তাঁদের অনুসারীরা। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে লেখা, ‘বিসিবিকে দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত করার এটাই সময়। বাংলাদেশ ক্রিকেট আজ কোথায়? জবাব চাই।’ কোনো কোনো ব্যানারে লেখা, ‘বিসিবির সকল অযোগ্য পরিচালকদের পদত্যাগ করতে হবে।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির পরিচালক ওবেদ রশীদ নিজাম-ক্রিকেট বোর্ডের শীর্ষ এই কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে বিক্ষোভে।  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ খালেদ মাহমুদ সুজনের ছবিও দেখা গেছে বিক্ষোভকারীদের ব্যানারে।    

গত কদিনে নিয়মিত পরিবর্তনের দাবি নিয়ে বিসিবিতে আসা এক সংগঠক কাল জানান, তাঁরা চান উত্তেজনা তৈরি না করে শান্তিপূর্ণ উপায়ে পরিবর্তনটা হোক। কিন্তু বর্তমান কর্মকর্তাদের ওপর চাপ তৈরি করতে রাজনৈতিক মিছিল-মিটিংয়ের বিকল্পও তাঁরা খুঁজে পাচ্ছেন না। তাঁরা খুব শিগগির দেখা করতে চান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে। নতুন ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন রোববার তাঁর প্রথম অফিসের দিন। 

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতন হয়েছে ৫ আগস্ট। পরের দিন জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলে পাপনের সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। শেখ হাসিনার আমলে কিশোরগঞ্জ-৬ আসনের এমপি ছিলেন পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রীও হয়েছিলেন পাপন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

নিয়োগে অনিয়ম প্রমাণিত, তবু শিক্ষককে যোগদানের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত