Ajker Patrika

ভক্ত–সমর্থকদের উদ্দেশ্যে মনের কিছু কথা বললেন বিজয় 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

লিটন দাস জ্বর থেকে সেরে না ওঠায় এশিয়া কাপের দলে যুক্ত করা হয়েছিল এনামুল হক বিজয়কে। পরে অবশ্য সুস্থ হয়ে লিটন নিজেও এশিয়া কাপ খেলতে যান। দলের সঙ্গে থাকলেও এখনো ম্যাচ খেলার সুযোগ হয়নি বিজয়ের। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে গেছে ওপেনিং জুটি। কিন্তু সে অর্থে সফলতা মেলেনি। 

বিশেষ করে নাঈম শেখ চার ম্যাচেই ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। নাঈমের ব্যর্থতায়ও বিজয়ের সুযোগ না পাওয়া চারদিক থেকে প্রশ্ন ওঠে। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ভাবা হয়েছিল, সুযোগ পেতে যাচ্ছেন বিজয়। চারদিক থেকে যখন কথা উঠছে, তখন সামাজিক মাধ্যমে এক ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন বিজয়। তিনি লিখেছেন, ‘আমরা যখন কোনো কিছু সামাজিক মাধ্যমে লিখব, অবশ্যই অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত আমরা আলোচনা করছি সঙ্গে সমালোচনাও করছি, কিন্তু এই আলোচনা সমালোচনা কোনো মানুষকে আঘাত করছে কি না? সে মানুষটির পরিবার পরিজন বন্ধু-বান্ধব এমনকি নিজেও সেটার ভুক্তভোগী হচ্ছেন কি না? তার মানসিক অবস্থা কি দাঁড়াচ্ছে, তা আমি কাউকে খুশি করতে যেয়ে আরেকজনকে কষ্ট দিয়ে কোন কথা বলছি, সেটা আসলেও ঠিক হচ্ছে কি না?’ 

বিজয় আরও যোগ করেন, ‘ক্রিকেট শুধু আমাদের একটা আনন্দের জায়গা আসলে তা নয়, ক্রিকেটারদের কাছে ক্রিকেট শুধু আনন্দের জায়গা নয় সেটা তার রুটি রুজি। তাই সেখানে সর্বত্র দেওয়ার চেষ্টা করে ক্রিকেটাররা। অবশ্যই আপনারা আলোচনা করবেন সঙ্গে সমালোচনাও। আমরা ক্রিকেট খেলি হয়তো অনেকে বিজনেস করে চাকরি করে কেউ গান গেয়ে, কেউ নাটক করে, বিভিন্নভাবে নিজের জায়গা থেকে আমরা চেষ্টা করি আমাদের বেস্টটা দেয়ার। কখনো সফল হয় আবার কখনো হয় না। এর মানে এই না যে আমি আমার চেষ্টা বন্ধ করব। আমরা ক্রিকেটার হিসাবে আমরা চেষ্টা করতে পারি। অনেক সময় সফল হচ্ছি অনেক সময় ব্যর্থ। কিন্তু আপনাদের সহযোগিতার মাধ্যমে আপনাদের ভালো সাপোর্টের মাধ্যমে যে কোন প্লেয়ার যে কোন ভাবে অনেক মেন্টালি স্ট্রং হতে পারে আবার আপনাদের বাজে শব্দচয়ন এর জন্য ডাউন হয়ে যেতে পারে।’ 

নিজেদের জায়গা থেকে সবাইকে সেরা মানুষ হওয়ার কথা জানিয়ে বিজয় আরও লিখেছেন, ‘আমরা আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট হওয়ার চেষ্টা করি। তাহলে আপনাআপনি আমরা জাতি হিসেবে অনেক দূর আগাতে পারব বলে আমার মনে হয়। আমি আমার ফ্রেন্ড আমি আমার ফ্যামিলি আমি আমার পরিবারকে যথেষ্ট ভাবে সাপোর্ট করি এবং করতে চাই। ফেসবুকের মাধ্যমে আমি শুধু এতটুকু বলতে পারি এতটুকু জানাতে পারি আপনারা যখনই কোন কিছু লিখবেন, যখনই কোন কিছু বলবেন, আপনাদের শতভাগ স্বাধীনতা আছে। কিন্তু এতটুকু দেখা উচিত আপনি যাদের উদ্দেশ্যে বলছেন তার পরিবারও এটা দেখছে, সেও দেখবে, তার বন্ধু মহল দেখবে, সবাই দেখবে। এতে আপনি তাকে সম্মান করছেন নাকি অসম্মান করছেন নাকি আলোচনা নাকি সমালোচনা আপনিও এটা অবশ্যই মাথায় রেখে আপনার কথাগুলো পেশ করবেন ৷ আমাদের ছেলে, আমাদের দেশের মানুষ, আমরা সবাই এক। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমি আসলে কি জন্য কেনইবা বলছি আজকে আমি জানি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত