ক্রীড়া ডেস্ক
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই এড়াতে মাঠে নেমেছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা হচ্ছে ৪২ ওভার করে। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তুলেছে কিউইরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় এখন ব্যাটিং করছে পাকিস্তান। এ প্রতিবেদন পর্যন্ত ৩ উইকেটে ১০৯ রান করেছে তারা।
তবে ইনিংসের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়।
তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাঁকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
ক্রিকেট
আইপিএল
চেন্নাই-দিল্লি
বিকেল ৪ টা, সরাসরি
পাঞ্জাব-রাজস্থান
রাত ৮টা সরাসরি
টি স্পোর্টস
তৃতীয় ওয়ানডে
পাকিস্তান-নিউজিল্যান্ড
ভোর ৪ টা, সরাসরি
সনি টেন ৫
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন-আর্সেনাল
বিকেল ৫টা ৩০ মি. , সরাসরি
অ্যাস্টন ভিলা-নটিংহাম
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
হেইডেনহেইম-লেভারকুসেন
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ১
ফ্রেইবুর্গ-ডর্টমুন্ড
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
ব্রেমেন-এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই এড়াতে মাঠে নেমেছে পাকিস্তান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে খেলা হচ্ছে ৪২ ওভার করে। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৬৪ রান তুলেছে কিউইরা। ২৬৫ রানের লক্ষ্য তাড়ায় এখন ব্যাটিং করছে পাকিস্তান। এ প্রতিবেদন পর্যন্ত ৩ উইকেটে ১০৯ রান করেছে তারা।
তবে ইনিংসের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল হক। তৃতীয় ওভারে উইলিয়াম ও’রুর্কির শর্ট লেন্থের বল নরম হাতে খেলে দ্রুত সিঙ্গেল নিতে যান ইমাম। কিন্তু নন স্ট্রাইকে পোঁছানোর সময় কিউই ক্রিকেটারের থ্রো ইমামের হেলমেট গ্রিলের মধ্যে আটকে যায়।
তাৎক্ষণিকভাবে ইমাম হেলমেট খুলে মাটিতে বসে পড়েন। ফিজিওরা তাঁকে সহায়তা করার জন্য আসেন। ইমামের চোয়ালে আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তাঁকে দেখে মনে হচ্ছিল, ব্যথার তীব্রতাও ছিল অনেক। সঙ্গে সঙ্গে গাড়িতে করে মাঠ ছেড়ে যান তিনি। ৭ বলে ১ রান আসে তাঁর ব্যাট থেকে।
ক্রিকেট
আইপিএল
চেন্নাই-দিল্লি
বিকেল ৪ টা, সরাসরি
পাঞ্জাব-রাজস্থান
রাত ৮টা সরাসরি
টি স্পোর্টস
তৃতীয় ওয়ানডে
পাকিস্তান-নিউজিল্যান্ড
ভোর ৪ টা, সরাসরি
সনি টেন ৫
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
এভারটন-আর্সেনাল
বিকেল ৫টা ৩০ মি. , সরাসরি
অ্যাস্টন ভিলা-নটিংহাম
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
হেইডেনহেইম-লেভারকুসেন
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ১
ফ্রেইবুর্গ-ডর্টমুন্ড
সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি
ব্রেমেন-এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
রাত ১০টা ৩০ মি. , সরাসরি
সনি টেন ২
ঢাকা প্রিমিয়ার লিগে তারকা নিয়ে শক্তিশালী দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফউদ্দিন, ইবাদত হোসেন, রনি তালুকদার ও আবু হায়দার রনিদের মতো তারকায় গড়া এই দল কাগজে-কলমে শিরোপার অন্যতম
৩ ঘণ্টা আগেনাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বেশ আগেই। সাদা বলের ক্রিকেটে বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে বিসিবি নতুন অধিনায়ক চূড়ান্ত করতে চাইছে। অধিনায়কের তালিকায় গত কিছুদিনে লিটন দাসের নামটা বেশি উচ্চারিত হলেও সমান্তরালে তাসকিন আহমেদের নামও এসেছে।
৩ ঘণ্টা আগেউন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৪ ঘণ্টা আগেনিউজিল্যান্ড সফরের শেষটা ভালোভাবে রাঙাতে পারেনি পাকিস্তানের। মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৪৩ রানে হেরে ধবলধোলাই হয়েছে তারা। এ ম্যাচেই বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ। দর্শকদের মারতে উদ্যত হন তিনি। যদিও পরে তাঁকে শান্ত করেন এক নিরাপত্তাকর্মী।
৫ ঘণ্টা আগে