এর চেয়ে আর বেশি কিইবা করতে পারতেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্যে নেমে সাকিব করেছেন ঝোড়ো ফিফটি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ।
২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারায়। শান্ত দুবার জীবন পেয়েও করেছেন ১২ বলে ১১ রান। তিনে নামা সৌম্য সরকারের সঙ্গে দারুণভাবে এগোচ্ছিলেন লিটন দাস। তবে লিটনও দ্রুত বিদায় নেন। ১৬ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। ৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৪৭ রান।
শান্ত ও লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব । উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন সাকিব। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে করেছেন ৪৩ রানের জুটি। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সৌম্য করেছেন ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যেখানে শুধু একাই লড়াই করেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন ১১তম ফিফটি। ইনিংস-সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ২০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৬০ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচ-সেরা হয়েছেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কিউই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান। ৪০ বলে ইনিংস-সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।
এর চেয়ে আর বেশি কিইবা করতে পারতেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের দেওয়া বড় লক্ষ্যে নেমে সাকিব করেছেন ঝোড়ো ফিফটি। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারতে হলো বাংলাদেশকে। ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বাংলাদেশকে ৪৮ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। তাতে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হারল বাংলাদেশ।
২০৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারায়। শান্ত দুবার জীবন পেয়েও করেছেন ১২ বলে ১১ রান। তিনে নামা সৌম্য সরকারের সঙ্গে দারুণভাবে এগোচ্ছিলেন লিটন দাস। তবে লিটনও দ্রুত বিদায় নেন। ১৬ বলে ২৩ রান করেন বাংলাদেশের এই ওপেনার। ৫.৩ ওভারে বাংলাদেশের স্কোর তখন ২ উইকেটে ৪৭ রান।
শান্ত ও লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব । উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন সাকিব। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে করেছেন ৪৩ রানের জুটি। অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সৌম্য করেছেন ২৩ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ, যেখানে শুধু একাই লড়াই করেছেন সাকিব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তুলে নিয়েছেন ১১তম ফিফটি। ইনিংস-সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন বাংলাদেশের অধিনায়ক। ২০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ১৬০ রান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচ-সেরা হয়েছেন গ্লেন ফিলিপস। ২৪ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই কিউই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় নিউজিল্যান্ড। ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৫ উইকেটে ২০৮ রান। ৪০ বলে ইনিংস-সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডেভন কনওয়ে। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন এবাদত হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন।
বাংলাদেশ ফুটবল লিগে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও জয় খুঁজে পেল না বড় পরাশক্তিরা। কুমিল্লায় ঘরের মাঠে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আবাহনী লিমিটেড। গাজীপুরে পুলিশ এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ মিনিট আগেশুবমান গিলের নেতৃত্বে ওয়ানডেতে নতুন যুগের শুরু করল ভারত। কিন্তু শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। পার্থের বাজে আবহাওয়া তো রয়েছেই। পাশাপাশি মাঠের পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারল না ভারত।
২৯ মিনিট আগেআন্তর্জাতিক ফুটবলে বিরতির পর খেলতে নেমে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। লা লিগায় জিরোনাকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার ম্যাচে একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
৪১ মিনিট আগেদুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর রোহিত শর্মার সঙ্গে উদযাপন করেছিলেন বিরাট কোহলি। মাঝে কেটে গেছে সাড়ে সাত মাসের মতো সময়। এই সময় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলও জিতেছিলেন তিনি। কিন্তু ভারতের জার্সিতে তাঁকে দেখা যায়নি।
১ ঘণ্টা আগে