ক্রীড়া ডেস্ক
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। বিশাল ব্যবধানে হারানোর পরও দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়াকে পরের ম্যাচে পাচ্ছে না ভারত।
পুনের পর ধর্মশালায় পরশু মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুটো দলের কেউই একটা ম্যাচও হারেনি। সেই ম্যাচে পান্ডিয়ার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ২০ অক্টোবর ধর্মশালায় দলের সঙ্গে যাচ্ছেন না। দলের সঙ্গে সরাসরি লক্ষ্ণৌ যাচ্ছেন, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে।’
বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি।
হার্দিকের চোট প্রসঙ্গে গতকালই জিজ্ঞেস করা হয়েছিল রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বললেন, ‘সে হালকা ব্যথা পেয়েছে। কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আমাদের জন্য তা ভালো। তবে সত্যি বলতে, এমন চোট থাকলে আপনাকে প্রতিদিন দেখাশোনা করতে হবে। আশা করি সে আগামীকাল সকালের মধ্যে সেরে উঠবে।’
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে গতকাল বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভারত। ৫১ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিকেরা। বিশাল ব্যবধানে হারানোর পরও দুঃসংবাদ পেয়েছে রোহিত শর্মার দল। হার্দিক পান্ডিয়াকে পরের ম্যাচে পাচ্ছে না ভারত।
পুনের পর ধর্মশালায় পরশু মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে দুটো দলের কেউই একটা ম্যাচও হারেনি। সেই ম্যাচে পান্ডিয়ার খেলা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘তিনি ২০ অক্টোবর ধর্মশালায় দলের সঙ্গে যাচ্ছেন না। দলের সঙ্গে সরাসরি লক্ষ্ণৌ যাচ্ছেন, যেখানে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের ধারাবাহিক তত্ত্বাবধানে তাঁকে রাখা হবে।’
বাংলাদেশের ইনিংসের নবম ওভারের ঘটনা। পান্ডিয়া বোলিং করতে এসে প্রথম বল ডট দেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় টানা দুই বলে লিটনের কাছে দুটি চার হজম করেন পান্ডিয়া। যেখানে তৃতীয় বলে লিটনের স্ট্রেইট ড্রাইভে মারা শট পা দিয়ে ঠেকাতে যান পান্ডিয়া। এটাই কাল হয়ে দাঁড়ায় তাঁর। চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। এর পরই বল হাতে তুলে নেন কোহলি। সানগ্লাস পরে মিডিয়াম পেসে তিন বল করেছেন তিনি।
হার্দিকের চোট প্রসঙ্গে গতকালই জিজ্ঞেস করা হয়েছিল রোহিত শর্মাকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বললেন, ‘সে হালকা ব্যথা পেয়েছে। কোনো মারাত্মক ক্ষতি হয়নি। আমাদের জন্য তা ভালো। তবে সত্যি বলতে, এমন চোট থাকলে আপনাকে প্রতিদিন দেখাশোনা করতে হবে। আশা করি সে আগামীকাল সকালের মধ্যে সেরে উঠবে।’
বেনফিকার মাঠে প্রথম লেগ জিতে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। নিজেদের মাঠে দ্বিতীয় লেগ, কিছুটা স্বস্তি নিয়ে রাতে এস্তাদিও অলিম্পিকে মাঠে নেমেছিলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। নিজেদের ডেরায় আক্রমণাত্মক ফুটবল পসরা সাজিয়ে দ্বিতীয় লেগে বার্সা পেল ৩-১ গোলের দারুণ জয়। প্রথম লেগে বেনফিকার মাঠে জিতেছিল
৩৭ মিনিট আগেশেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদ জিতেছে বটে, কিন্তু দ্বিতীয় লেগ নিজেদের মাঠে বলেই ফেভারিটের খাতায় কিঞ্চিৎ এগিয়ে আছে আতলেতিকো মাদ্রিদ। ওয়ান্দা মেত্রোপলিতানোয় সর্বশেষ তিন দেখায় একটিতেও জয় পায়নি রিয়াল। তাই পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে আতলেতিকোকে। তবে শেষ আটে যেতে অন্তত ২-০ গোলে জিততে
১ ঘণ্টা আগেকেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি আগেই জানিয়েছে, শুধু টেস্ট খেলা ক্রিকেটারদের আর্থিক সুরক্ষায় এবার তারা বেশি জোর দিয়েছে। মুমিনুল হক-তাইজুল ইসলামদের মতো শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা যেন আর্থিক চিন্তায় টেস্ট থেকে মনোযোগ হারিয়ে না ফেলেন, সে কারণ
২ ঘণ্টা আগেহোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১৪ ঘণ্টা আগে