Ajker Patrika

সেন্ট কিটস বলেই আত্মবিশ্বাসী মিরাজরা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২: ৩০
সেন্ট কিটসে প্রায় সাড়ে ৬ বছর পর কাল ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি
সেন্ট কিটসে প্রায় সাড়ে ৬ বছর পর কাল ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি

সেন্ট কিটসের মনোরম প্রকৃতির বুকে প্রায় সাড়ে ৬ বছর পর কাল ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এ মাঠেই উইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে খেলে দুই জয় বাংলাদেশের। সবশেষ ২০১৮ সালের জুলাইয়ে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সিরিজ নিশ্চিত করা ম্যাচটি খেলেছি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। সেই সুখস্মৃতি এবার মেহেদী হাসান মিরাজদের প্রেরণা।

সেই দলের অনেক ক্রিকেটারই এখন জাতীয় দলের বাইরে। কিন্তু দারুণ বোলিং করেছিলেন মিরাজ। এবার তাঁর কাঁধে দলের নেতৃত্বের ভার। এই অলরাউন্ডারের বিশ্বাস, দলগত পারফরম্যান্স করলে এবারও ভালো ফল সম্ভব, ‘আমরা বিগত দিনে কী করেছি, তা বড় কথা নয়। সামনে আমাদের জন্য বড় সুযোগ রয়েছে। সবাই একে অপরকে সমর্থন করলে দল হিসেবে খেলতে পারব এবং ভালো ফল আনতে পারব।’

গ্লোবাল সুপার লিগে খেলে সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেনরা যোগ দিচ্ছেন দলের সঙ্গে। এরই মধ্যে তানজিম হাসান সাকিব সেন্ট কিটসে পৌঁছালেন। টুর্নামেন্টে রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন করে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলবেন সৌম্য-রিশাদ-আফিফরা। এই অভিজ্ঞতা কাজে লাগাতে আশাবাদী তাঁরা। চোট কাটিয়ে ফেরা তানজিম সাকিব বললেন, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দেশে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

জ্যামাইকা টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ রানা। এবার ওয়ানডে সিরিজে তোপ দাগানোর অপেক্ষায় এই তরুণ পেসার। ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশের কাছ থেকে পাওয়া পরামর্শ তাঁকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। নাহিদ বলেন, ‘শেখার কোনো শেষ নেই। আমি শুধু নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখছি। দলের জন্য সেরা পারফর্ম করাই আমার লক্ষ্য।’

নিজেদের গত পাঁচ ওয়ানডে সিরিজের মধ্যে চারটিতে হেরেছে বাংলাদেশ দল। সেদিক থেকে সেন্ট কিটসে অতীত পরিসংখ্যানই এখন বাংলাদেশের অনুপ্রেরণা। সঙ্গে সবশেষ জ্যামাইকা টেস্ট জয়ের আত্মবিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত