বেনোনিতে মুরশিদা খাতুনের অপরাজিত ৬২ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওটিই যে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের! এবার মুরশিদা প্রোটিয়া মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন আরেকটি ঝকঝকে ইনিংস। ১০০ বলে ১২ চারে করলেন ৯১ রান। বাংলাদেশও পেল ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তো বটে ওয়ানডেতেও এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে। হ্যামিল্টনে গত বছর বিশ্বকাপে ৭ উইকেটে ২৩৪ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ২০৬ / ৮,২০১৭ সালে কক্সবাজারে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬৬ রান এনে দেন শামীমা সুলতানা ও ফারাজানা হক। তাদের জুটিতে ছেদ টানেন এলিজ-মারি মার্ক্স। ৩৪ রানে ফেরেন শামীমা। এরপর মুরশিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ডেলমি টাকারের বলে বিদায় নেন ফারজানা (৩৫)।
তবে এই জুটি ভাঙলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুরশিদা। অধিনায়ক ও উইকেটরক্ষক জ্যোতিকে পেয়ে তাঁর ব্যাটও হাসতে থাকে। দুজনে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১৯০ রানে ননকুদুলেকো মালাবার কট অ্যান্ড বোল্ড হোন জ্যোতি (৩৮)।
জ্যোতিকে হারালেও বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন মুরশিদা। তাঁকে সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৭)। তবে মুরশিদা আফসোস করতেই পারেন, খুব কাছে গিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না পাওয়ায়। বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর মুরশিদার তৃতীয় ফিফটি।
বেনোনিতে মুরশিদা খাতুনের অপরাজিত ৬২ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ওটিই যে প্রথম জয় বাংলাদেশের মেয়েদের! এবার মুরশিদা প্রোটিয়া মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন আরেকটি ঝকঝকে ইনিংস। ১০০ বলে ১২ চারে করলেন ৯১ রান। বাংলাদেশও পেল ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে তো বটে ওয়ানডেতেও এটিই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। এর আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে। হ্যামিল্টনে গত বছর বিশ্বকাপে ৭ উইকেটে ২৩৪ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। আর প্রোটিয়া মেয়েদের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ স্কোরটি ছিল ২০৬ / ৮,২০১৭ সালে কক্সবাজারে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে ৬৬ রান এনে দেন শামীমা সুলতানা ও ফারাজানা হক। তাদের জুটিতে ছেদ টানেন এলিজ-মারি মার্ক্স। ৩৪ রানে ফেরেন শামীমা। এরপর মুরশিদার সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে ডেলমি টাকারের বলে বিদায় নেন ফারজানা (৩৫)।
তবে এই জুটি ভাঙলেও বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুরশিদা। অধিনায়ক ও উইকেটরক্ষক জ্যোতিকে পেয়ে তাঁর ব্যাটও হাসতে থাকে। দুজনে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১৯০ রানে ননকুদুলেকো মালাবার কট অ্যান্ড বোল্ড হোন জ্যোতি (৩৮)।
জ্যোতিকে হারালেও বাংলাদেশকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন মুরশিদা। তাঁকে সঙ্গ দেন আরেক অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার (২৭)। তবে মুরশিদা আফসোস করতেই পারেন, খুব কাছে গিয়েও আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি না পাওয়ায়। বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। আর মুরশিদার তৃতীয় ফিফটি।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৬ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪৩ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে