Ajker Patrika

এসেই রংপুরকে জেতালেন বাবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এসেই রংপুরকে জেতালেন বাবর

রংপুরের সামনে বড় কোনো লক্ষ্য ছিল না। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ রানে ৬ উইকেটে হারিয়েছে তারা। হারের শঙ্কা তখনই উঁকি দিচ্ছিল রংপুরের দিকে। তবে তখনো ক্রিজ কামড়ে ছিলেন বাবর আজম।

বাবরকে ফেরাতে না পারার খেসারত শেষ পর্যন্ত দিতেই হলো সিলেটকে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচে খেলতে নেমেই দারুণ এক ফিফটিতে রংপুরকে জেতালেন এই পাকিস্তানি ব্যাটার। বাবরকে সঙ্গ দিয়ে ৩৫ বলে ৪৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। যার কল্যাণে ১০ বল আগেই ৪ উইকেটে ম্যাচ জিতে যায় রংপুর। বিপরীতে এবারের বিপিএলে টানা দ্বিতীয় হার দেখল বর্তমান রানার্সআপ সিলেট।

বোলিংয়ের শুরুটা কী দুর্দান্তই না ছিল সিলেটের। রংপুরের প্রথম সাত ব্যাটারের মধ্যে ৬ জনই দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। এর মধ্যে ৩ ব্যাটার রানের খাতাই খুলতে ব্যর্থ হয়েছেন। ৭ম ওভারে লঙ্কান স্পিনার দুশান হেমন্তই নিয়েছেন—শামীম হোসেন, মোহাম্মদ নবী ও শেখ মেহেদী হাসানের উইকেট।

সপ্তম উইকেটে মূলত খেলার গতিপথ বদলে দেন বাবর ও আজমতউল্লাহ। ৬৮ বলে ৮৬ রানের ম্যাচ জেতানো জুটিটা গড়েছেন দুজনে। ৪৯ বলে ৬টি চারে বাবর ৫৬ এবং ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন আজমতউল্লাহ। সিলেটের হয়ে হেমন্ত ২০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল রংপুর ও সিলেট। ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ দুই দলের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। তবে এমন ম্যাচেও ব্যাটিংটা একদমই ভালো হয়নি টস হেরে আগে ব্যাটিং করা সিলেটের।

রংপুরের ঘূর্ণি জাদুতে ১২০ রানে থেমেছে সিলেটের ইনিংস। ব্যাটিংয়ে নেমে ৩৯ রানেই ৫ উইকেট হারায় তারা। তাদের বড় স্কোরের পথটা শুরুতেই সংকীর্ণ করে তোলেন রংপুরের বোলাররা। এর মধ্যে একটা রান-আউট ছাড়া বাকি চার উইকেট নিয়েছেন স্পিনাররা।

ওপেনিংয়ে নেমে ১৪ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এরপর দুই অঙ্কের ঘরে রান নিতে পারেননি চার ব্যাটার। মোহাম্মদ মিঠুন ৫, মাশরাফি বিন মুর্তজা ৬, ইয়াসির আলি রাব্বি ৯ ও জাকির হাসান ফেরেন ১ রানে। ষষ্ঠ উইকেটে বেনি হাওয়েল ও বেন কাটিং বিপর্যয় সামলিয়ে দলের স্কোর বাড়ানোর চেষ্টা করেন। ৫৬ বলে ৬৮ রানের দারুণ এক জুটিও গড়েছেন দুজনে।

১৮তম ওভারে কাটিংকে ফিরিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন পেসার রিপন মন্ডল। ৩১ বলে ৩১ রানে ফেরেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কাটিং। এরপর দ্রুত হাওয়েলকেও ফেরান রিপন। ৩৬ বলে ৪৩ রান করেছেন এই ইংলিশ ক্রিকেটার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে সক্ষম হয় সিলেট। রংপুরের স্পিনার শেখ মেহেদী ৪ ওভারে ১৮ রানের বিপরীতে ২টি, রিপনও ২টি, একটি করে উইকেট নিয়েছেন নবী ও হাসান মুরাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত