বয়স ৩৯ ছাড়িয়েছেন কদিন আগে। দেখে অবশ্য সেটা বোঝার উপায় নেই। এখনো ১৯ বছর বয়সী কোনো তরুণের ন্যায় দুরন্ত বেগে ছুটছেন জিমি অ্যান্ডারসন। বলটা হাতে পেলেই যেন উইকেটের জন্য হাতটা নিশপিশ করে। লর্ডস টেস্টেও সেই নিশপিশ করা হাতে পাঁচ উইকেট নিলেন অ্যান্ডারসন। দেখালেন বয়সটা কেবলই সংখ্যা মাত্র।
লর্ডস টেস্ট শুরুর আগে ছিটকে যান অ্যান্ডারসনের দীর্ঘদিনের বোলিং সঙ্গী স্টুয়ার্ট ব্রড। চোটে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন নিজেও। যদিও শেষ পর্যন্ত মাঠে নামেন অ্যান্ডারসন। ৬২ রানে ৫ উইকেট নিয়ে সেই তিনিই দ্বিতীয় টেস্টে আরেকবার পথ দেখালেন ইংলিশদের।
টেস্ট ক্যারিয়ারের ৩০ তম পাঁচ উইকেট শিকারে ভারতকে অ্যান্ডারসন গুঁড়িয়ে দিলেন ৩৬৪ রানে। প্রথম দিনের বিরাট কোহলি আর রোহিত শর্মার উইকেটের পর আজ নিয়েছেন আরও তিন উইকেট। চার উইকেটে ২৮২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে রানটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়াই ছিল লোকেশ রাহুলদের লক্ষ্য।
ভারতের সেই আশাটা পূরণ হতে দেননি অ্যান্ডারসন। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন উইকেটে ধুঁকতে থাকা আজিঙ্কা রাহানেকে। এর আগে অবশ্য ভারতকে বড় ধাক্কাটা দেন আরেক পেসার অলি রবিনসন। খেলার শুরুর দ্বিতীয় বলেই ফেরান আগের দিন সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলা রাহুলকে।
লেজের ব্যাটসম্যানদের নিয়ে রবীন্দ্র জাদেজা যখন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই অ্যান্ডারসনের আঘাত। ফিরিয়ে দেন ইশান্ত শর্মাকে। এক প্রান্ত থেকে জাদেজাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ইশান্ত। ৬০ মিনিট উইকেটে থাকার সঙ্গে ২৯ বলও খেলেন। তবে শেষ রক্ষা হয়নি। অ্যান্ডারসনের চতুর্থ শিকার হয়ে ফেরেন ৮ রান করে। ১২ বল পর জসপ্রিত বুমরাকেও ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন। শেষ ৮৬ রানে সাত উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত বড় সংগ্রহের আশা জাগিয়েও ভারত থামে ৩৬৪ রানে।
বয়স ৩৯ ছাড়িয়েছেন কদিন আগে। দেখে অবশ্য সেটা বোঝার উপায় নেই। এখনো ১৯ বছর বয়সী কোনো তরুণের ন্যায় দুরন্ত বেগে ছুটছেন জিমি অ্যান্ডারসন। বলটা হাতে পেলেই যেন উইকেটের জন্য হাতটা নিশপিশ করে। লর্ডস টেস্টেও সেই নিশপিশ করা হাতে পাঁচ উইকেট নিলেন অ্যান্ডারসন। দেখালেন বয়সটা কেবলই সংখ্যা মাত্র।
লর্ডস টেস্ট শুরুর আগে ছিটকে যান অ্যান্ডারসনের দীর্ঘদিনের বোলিং সঙ্গী স্টুয়ার্ট ব্রড। চোটে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিলেন অ্যান্ডারসন নিজেও। যদিও শেষ পর্যন্ত মাঠে নামেন অ্যান্ডারসন। ৬২ রানে ৫ উইকেট নিয়ে সেই তিনিই দ্বিতীয় টেস্টে আরেকবার পথ দেখালেন ইংলিশদের।
টেস্ট ক্যারিয়ারের ৩০ তম পাঁচ উইকেট শিকারে ভারতকে অ্যান্ডারসন গুঁড়িয়ে দিলেন ৩৬৪ রানে। প্রথম দিনের বিরাট কোহলি আর রোহিত শর্মার উইকেটের পর আজ নিয়েছেন আরও তিন উইকেট। চার উইকেটে ২৮২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। সেখান থেকে রানটা যতটা সম্ভব বাড়িয়ে নেওয়াই ছিল লোকেশ রাহুলদের লক্ষ্য।
ভারতের সেই আশাটা পূরণ হতে দেননি অ্যান্ডারসন। দিনের খেলা শুরুর দ্বিতীয় ওভারে ফিরিয়ে দেন উইকেটে ধুঁকতে থাকা আজিঙ্কা রাহানেকে। এর আগে অবশ্য ভারতকে বড় ধাক্কাটা দেন আরেক পেসার অলি রবিনসন। খেলার শুরুর দ্বিতীয় বলেই ফেরান আগের দিন সেঞ্চুরি করে লর্ডসের অনার্স বোর্ডে নাম তোলা রাহুলকে।
লেজের ব্যাটসম্যানদের নিয়ে রবীন্দ্র জাদেজা যখন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই অ্যান্ডারসনের আঘাত। ফিরিয়ে দেন ইশান্ত শর্মাকে। এক প্রান্ত থেকে জাদেজাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন ইশান্ত। ৬০ মিনিট উইকেটে থাকার সঙ্গে ২৯ বলও খেলেন। তবে শেষ রক্ষা হয়নি। অ্যান্ডারসনের চতুর্থ শিকার হয়ে ফেরেন ৮ রান করে। ১২ বল পর জসপ্রিত বুমরাকেও ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন। শেষ ৮৬ রানে সাত উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত বড় সংগ্রহের আশা জাগিয়েও ভারত থামে ৩৬৪ রানে।
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
২ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
৩ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৬ ঘণ্টা আগে