Ajker Patrika

তলানি থেকে ওপরে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৪: ৪১
তলানি থেকে ওপরে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া-বিশ্বকাপজয়ী দুই দলের কোনো দলই ২০২৩ বিশ্বকাপে এখনো জয়ের মুখ দেখেনি। পয়েন্ট তালিকায় লঙ্কানরা রয়েছে ৮ নম্বরে আর অজিরা রয়েছে একদম তলানিতে ১০ নম্বরে। আর চোটে পড়ে লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় নতুন অধিনায়ক কুশল মেন্ডিস। লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মেন্ডিস। 

গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। শানাকার পরিবর্তে এসেছেন পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও পেসার মাথিসা পাতিরানার পরিবর্তে এসেছেন লাহিরু কুমারা। শানাকার মতো চোটের সমস্যা রয়েছে পাতিরানারও। কুমারা, দিলশান মাদুশঙ্ক, করুণারত্নে—এই তিন পেসার আছেন লঙ্কানদের একাদশে। সঙ্গে থাকছেন দুই স্পিনার মাহিশ তিকশানা, দুনিথ ভেল্লালাগে। যার মধ্যে ভেল্লালাগে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার। পাশাপাশি ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালাঙ্কা এই দুই স্পিন বোলিং অলরাউন্ডারও থাকছেন। 

অন্যদিকে অস্ট্রেলিয়া গত ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক—স্বীকৃত তিন পেসারের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। স্পিন আক্রমণে অ্যাডাম জাম্পার সঙ্গে থাকছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। 

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, মাহিশ তিকশানা, দুনিথ ভেল্লালাগে, দিলশান মাদুশঙ্ক, লাহিরু কুমারা।  

অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত