সিলেটে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অসংখ্য রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। যার মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস—লঙ্কান দুই ব্যাটার দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। রেকর্ড গড়ার পর র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন ধনাঞ্জয়া-কামিন্দু।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন ধনাঞ্জয়া। এটাই তাঁর টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। ১০২ ও ১০৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। দুই ইনিংসে সেঞ্চুরি করা কামিন্দু টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন ৬৪ নম্বরে। লঙ্কান বাঁহাতি ব্যাটারের টেস্টে ৪৭৬ রেটিং পয়েন্টই ক্যারিয়ার সেরা রেটিং। ধনাঞ্জয়া-কামিন্দু উভয় ইনিংসে সেঞ্চুরি করায় টেস্টে দুই ইনিংসে একই দুই ব্যাটারের সেঞ্চুরির ঘটনা হলো তিনটি।
সিলেটে গত পরশু চার দিনে শেষ হওয়া টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮২ রানে। চতুর্থ ইনিংসে ১৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুমিনুল হক। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া মুমিনুল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৫১৯। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন। ২ নম্বর স্থান ধরে রাখা জো রুটের রেটিং পয়েন্ট ৮২৪।
বাংলাদেশের ২০ উইকেটের ২০টিই তুলে নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। দুর্দান্ত পারফরম্যান্সে লঙ্কান বোলাররাও সুখবর পেয়েছেন। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন কাসুন রাজিথা। সিলেটে প্রথম টেস্টে ১১২ রানে নেন ৮ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৫ উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি তাঁর এটা। বিশ্ব ফার্নান্দো ৭ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন। লঙ্কান বাঁহাতি পেসার ৮৪ রানে নেন ৭ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে খালেদ এখন ৮৯ নম্বরে। সিলেট টেস্টে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
সিলেটে সদ্য সমাপ্ত প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অসংখ্য রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। যার মধ্যে ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস—লঙ্কান দুই ব্যাটার দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। রেকর্ড গড়ার পর র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন ধনাঞ্জয়া-কামিন্দু।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন ধনাঞ্জয়া। এটাই তাঁর টেস্টে ক্যারিয়ার সেরা অবস্থান। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করে প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়েন। ১০২ ও ১০৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। দুই ইনিংসে সেঞ্চুরি করা কামিন্দু টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন ৬৪ নম্বরে। লঙ্কান বাঁহাতি ব্যাটারের টেস্টে ৪৭৬ রেটিং পয়েন্টই ক্যারিয়ার সেরা রেটিং। ধনাঞ্জয়া-কামিন্দু উভয় ইনিংসে সেঞ্চুরি করায় টেস্টে দুই ইনিংসে একই দুই ব্যাটারের সেঞ্চুরির ঘটনা হলো তিনটি।
সিলেটে গত পরশু চার দিনে শেষ হওয়া টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানে হেরেছে বাংলাদেশ। ৫১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮২ রানে। চতুর্থ ইনিংসে ১৪৮ বলে ৮৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন মুমিনুল হক। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া মুমিনুল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৫১৯। ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন। ২ নম্বর স্থান ধরে রাখা জো রুটের রেটিং পয়েন্ট ৮২৪।
বাংলাদেশের ২০ উইকেটের ২০টিই তুলে নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। দুর্দান্ত পারফরম্যান্সে লঙ্কান বোলাররাও সুখবর পেয়েছেন। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠেছেন কাসুন রাজিথা। সিলেটে প্রথম টেস্টে ১১২ রানে নেন ৮ উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৫ উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি তাঁর এটা। বিশ্ব ফার্নান্দো ৭ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠেছেন। লঙ্কান বাঁহাতি পেসার ৮৪ রানে নেন ৭ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে খালেদ এখন ৮৯ নম্বরে। সিলেট টেস্টে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে