নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ২৫০ রানে আটকে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুটাতেও সেই আভাসই মিলেছিল। তবে উইকেটে এসে সাকিবদের পরিকল্পনা অনেকটাই ভেস্তে দেন অভিষিক্ত ব্যাটার গুয়াতেক মোতি।
মোতির ২৩ রানের ইনিংসে চড়ে ২৬৫ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। সাকিব আল হাসানদের প্রথম ইনিংসে ১০৩ রানের বিপরীত উইন্ডিজের লিড দাঁড়াল ১৬২ রান। একাই চার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আজ অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে সাকিবের ব্রেক থ্রু ছাড়া কোনো সাফল্যই ছিল না বাংলাদেশের। দ্বিতীয় সেশনে সেটা পুষিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। শুরু থেকে লাইন ও লেংথ ঠিক রেখে বোলিং করে যান তারা। সাফল্যও ধরা দেয় কিছু সময় পর।
৮০ওভারের পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলের দশম ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান খালেদ। ৯৪ রান করে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেন যান ব্র্যাথওয়েট।
কিছু সময় পর মিরাজের বলে পরাস্ত হন জেরমাইন ব্ল্যাকউড। এলবিডব্লু আবেদন করলেও সাড়া মেলেনি আম্পায়ারের। বলে কিছুটা বেঁকে যাওয়ায় রিভিউও নেয়নি বাংলাদেশ। তবে নিলে প্রাপ্তির খাতা আরেকটু বড় হতো সাকিবদের।
অবশ্য মিরাজ সেই আক্ষেপ মেটালেন ওই স্পেলেই। ১০১তম ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এবারও আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ।
তাতেই মিলেছে সাফল্য, ৭ রান করা মায়ার্স ফিরে যান প্যাভিলিয়নে। নিজের পরের ওভারে নতুন ব্যাটার জসুয়া ডি সিলভাকে কট বিহাইন্ডে ফেরান মিরাজ। দিনের শেষ সেশনে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে লিড ১৬২ করেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ২৫০ রানে আটকে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুটাতেও সেই আভাসই মিলেছিল। তবে উইকেটে এসে সাকিবদের পরিকল্পনা অনেকটাই ভেস্তে দেন অভিষিক্ত ব্যাটার গুয়াতেক মোতি।
মোতির ২৩ রানের ইনিংসে চড়ে ২৬৫ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। সাকিব আল হাসানদের প্রথম ইনিংসে ১০৩ রানের বিপরীত উইন্ডিজের লিড দাঁড়াল ১৬২ রান। একাই চার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আজ অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে সাকিবের ব্রেক থ্রু ছাড়া কোনো সাফল্যই ছিল না বাংলাদেশের। দ্বিতীয় সেশনে সেটা পুষিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। শুরু থেকে লাইন ও লেংথ ঠিক রেখে বোলিং করে যান তারা। সাফল্যও ধরা দেয় কিছু সময় পর।
৮০ওভারের পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলের দশম ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান খালেদ। ৯৪ রান করে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেন যান ব্র্যাথওয়েট।
কিছু সময় পর মিরাজের বলে পরাস্ত হন জেরমাইন ব্ল্যাকউড। এলবিডব্লু আবেদন করলেও সাড়া মেলেনি আম্পায়ারের। বলে কিছুটা বেঁকে যাওয়ায় রিভিউও নেয়নি বাংলাদেশ। তবে নিলে প্রাপ্তির খাতা আরেকটু বড় হতো সাকিবদের।
অবশ্য মিরাজ সেই আক্ষেপ মেটালেন ওই স্পেলেই। ১০১তম ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এবারও আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ।
তাতেই মিলেছে সাফল্য, ৭ রান করা মায়ার্স ফিরে যান প্যাভিলিয়নে। নিজের পরের ওভারে নতুন ব্যাটার জসুয়া ডি সিলভাকে কট বিহাইন্ডে ফেরান মিরাজ। দিনের শেষ সেশনে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে লিড ১৬২ করেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৩ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে