নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ২৫০ রানে আটকে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুটাতেও সেই আভাসই মিলেছিল। তবে উইকেটে এসে সাকিবদের পরিকল্পনা অনেকটাই ভেস্তে দেন অভিষিক্ত ব্যাটার গুয়াতেক মোতি।
মোতির ২৩ রানের ইনিংসে চড়ে ২৬৫ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। সাকিব আল হাসানদের প্রথম ইনিংসে ১০৩ রানের বিপরীত উইন্ডিজের লিড দাঁড়াল ১৬২ রান। একাই চার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আজ অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে সাকিবের ব্রেক থ্রু ছাড়া কোনো সাফল্যই ছিল না বাংলাদেশের। দ্বিতীয় সেশনে সেটা পুষিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। শুরু থেকে লাইন ও লেংথ ঠিক রেখে বোলিং করে যান তারা। সাফল্যও ধরা দেয় কিছু সময় পর।
৮০ওভারের পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলের দশম ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান খালেদ। ৯৪ রান করে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেন যান ব্র্যাথওয়েট।
কিছু সময় পর মিরাজের বলে পরাস্ত হন জেরমাইন ব্ল্যাকউড। এলবিডব্লু আবেদন করলেও সাড়া মেলেনি আম্পায়ারের। বলে কিছুটা বেঁকে যাওয়ায় রিভিউও নেয়নি বাংলাদেশ। তবে নিলে প্রাপ্তির খাতা আরেকটু বড় হতো সাকিবদের।
অবশ্য মিরাজ সেই আক্ষেপ মেটালেন ওই স্পেলেই। ১০১তম ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এবারও আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ।
তাতেই মিলেছে সাফল্য, ৭ রান করা মায়ার্স ফিরে যান প্যাভিলিয়নে। নিজের পরের ওভারে নতুন ব্যাটার জসুয়া ডি সিলভাকে কট বিহাইন্ডে ফেরান মিরাজ। দিনের শেষ সেশনে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে লিড ১৬২ করেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে সর্বোচ্চ ২৫০ রানে আটকে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দিনের শেষ সেশনের শুরুটাতেও সেই আভাসই মিলেছিল। তবে উইকেটে এসে সাকিবদের পরিকল্পনা অনেকটাই ভেস্তে দেন অভিষিক্ত ব্যাটার গুয়াতেক মোতি।
মোতির ২৩ রানের ইনিংসে চড়ে ২৬৫ রানে থেমেছে স্বাগতিকদের ইনিংস। সাকিব আল হাসানদের প্রথম ইনিংসে ১০৩ রানের বিপরীত উইন্ডিজের লিড দাঁড়াল ১৬২ রান। একাই চার উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আজ অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে সাকিবের ব্রেক থ্রু ছাড়া কোনো সাফল্যই ছিল না বাংলাদেশের। দ্বিতীয় সেশনে সেটা পুষিয়ে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদরা। শুরু থেকে লাইন ও লেংথ ঠিক রেখে বোলিং করে যান তারা। সাফল্যও ধরা দেয় কিছু সময় পর।
৮০ওভারের পর নতুন বল নেয় বাংলাদেশ। নতুন বলের দশম ওভারেই উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ফেরান খালেদ। ৯৪ রান করে এলবিডব্লু ফাঁদে পড়েন তিনি। ৬ রানের আক্ষেপ নিয়ে ফিরেন যান ব্র্যাথওয়েট।
কিছু সময় পর মিরাজের বলে পরাস্ত হন জেরমাইন ব্ল্যাকউড। এলবিডব্লু আবেদন করলেও সাড়া মেলেনি আম্পায়ারের। বলে কিছুটা বেঁকে যাওয়ায় রিভিউও নেয়নি বাংলাদেশ। তবে নিলে প্রাপ্তির খাতা আরেকটু বড় হতো সাকিবদের।
অবশ্য মিরাজ সেই আক্ষেপ মেটালেন ওই স্পেলেই। ১০১তম ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এবারও আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ।
তাতেই মিলেছে সাফল্য, ৭ রান করা মায়ার্স ফিরে যান প্যাভিলিয়নে। নিজের পরের ওভারে নতুন ব্যাটার জসুয়া ডি সিলভাকে কট বিহাইন্ডে ফেরান মিরাজ। দিনের শেষ সেশনে খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে লিড ১৬২ করেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে