ক্রীড়া ডেস্ক
দ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬৬৪ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ৬ উইকেটে ১৩৬। ফলোঅন এড়ানোর জন্য স্বাগতিক দলের দরকার ছিল ৩২৮ রান। কিন্তু প্রথম ইনিংসে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ৪৯৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখাতে পারেননি, যেমনটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দেখিয়েছিলেন উসমান খাজা (২৩২) স্টিভ স্মিথ (১৪১) ও অভিষিক্ত জশ ইংলিস (১০২)। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৪৭ রানে অলআউট। দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করেছেন ম্যাথু কুনেমান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অস্ট্রেলীয় এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৪৯ রানে নিয়েছেন ৯ উইকেট; যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। তাঁর পাশাপাশি নাথান লায়নও ম্যাচে ৭ উইকেট নিলে কোনো ইনিংসেই দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
প্রথম ইনিংসে ৭২ রান করা দিনেশ চান্দিমাল দ্বিতীয় ইনিংসে করেন ৩১। এই ইনিংসের একমাত্র ফিফটিটি করেন জেফ্রি ভ্যান্ডারসে; করেছেন ৫৩। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৮২ রান বেশি করলেও অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয় আটকাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার আগের বড় জয়টি ছিল ঘরের মাঠ মেলবোর্নে, ২০১২ সালে ইনিংস ও ২০১ রানে জিতেছিল তারা। এশিয়ার মাটিতেও এটি বড় জয় অস্ট্রেলিয়ার। ইনিংস ব্যবধানে তাদের আগের বড় জয়টি ছিল ভারতের বিপক্ষে। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
রেকর্ড গড়া হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বললেন, ‘আমরা চাপে ছিলাম। তবে ব্যাটারদের আরও দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করা উচিত ছিল।’
দল জেতায় উচ্ছ্বসিত ম্যাচসেরার পুরস্কার পাওয়া উসমান খাজা, ‘গলে ব্যাটিং করা কঠিন। আমরা খুব খুশি যে এখানে জিততে পেরেছি।’
দ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৬৬৪ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ৬ উইকেটে ১৩৬। ফলোঅন এড়ানোর জন্য স্বাগতিক দলের দরকার ছিল ৩২৮ রান। কিন্তু প্রথম ইনিংসে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। ৪৯৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনে দ্বিতীয় ইনিংস শুরু করে লঙ্কার ব্যাটাররা দ্বিতীয় ইনিংসে দৃঢ়তা দেখাতে পারেননি, যেমনটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে দেখিয়েছিলেন উসমান খাজা (২৩২) স্টিভ স্মিথ (১৪১) ও অভিষিক্ত জশ ইংলিস (১০২)। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২৪৭ রানে অলআউট। দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করেছেন ম্যাথু কুনেমান। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অস্ট্রেলীয় এই বাঁহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৪৯ রানে নিয়েছেন ৯ উইকেট; যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। তাঁর পাশাপাশি নাথান লায়নও ম্যাচে ৭ উইকেট নিলে কোনো ইনিংসেই দাঁড়াতে পারেননি লঙ্কান ব্যাটাররা।
প্রথম ইনিংসে ৭২ রান করা দিনেশ চান্দিমাল দ্বিতীয় ইনিংসে করেন ৩১। এই ইনিংসের একমাত্র ফিফটিটি করেন জেফ্রি ভ্যান্ডারসে; করেছেন ৫৩। প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ৮২ রান বেশি করলেও অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয় আটকাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে অস্ট্রেলিয়ার আগের বড় জয়টি ছিল ঘরের মাঠ মেলবোর্নে, ২০১২ সালে ইনিংস ও ২০১ রানে জিতেছিল তারা। এশিয়ার মাটিতেও এটি বড় জয় অস্ট্রেলিয়ার। ইনিংস ব্যবধানে তাদের আগের বড় জয়টি ছিল ভারতের বিপক্ষে। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেনসে ইনিংস ও ২১৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া।
রেকর্ড গড়া হারের পর শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বললেন, ‘আমরা চাপে ছিলাম। তবে ব্যাটারদের আরও দৃঢ়তাপূর্ণ ব্যাটিং করা উচিত ছিল।’
দল জেতায় উচ্ছ্বসিত ম্যাচসেরার পুরস্কার পাওয়া উসমান খাজা, ‘গলে ব্যাটিং করা কঠিন। আমরা খুব খুশি যে এখানে জিততে পেরেছি।’
লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে আজ জিতলে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। আর যদি হেরে যায় ‘যদি-কিন্তু’র দিকে তাকিয়ে থাকতে হবে তাঁদের...
১৫ মিনিট আগেপাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে একটাই লক্ষ্যের কথা জানিয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। সে লক্ষ্য, বিশ্বকাপ নিশ্চিত করা। টানা তিন ম্যাচ জিতে সে লক্ষ্যের খুব কাছে চলে এলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে অপেক্ষা বেড়েছে দলের। বিশ্বকাপ বাছাইয়ে শেষ ম্যাচ আজ। প্রতিপক্ষ পাকিস্তান, যারা তাদের আগের ম্যাচেই...
৩৯ মিনিট আগে৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১৩ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১৩ ঘণ্টা আগে