Ajker Patrika

ভালো পরিকল্পনা নিয়ে ফিরতে চান মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভালো পরিকল্পনা নিয়ে ফিরতে চান মাহমুদউল্লাহ

শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। টানা দ্বিতীয় হারে মাহমুদউল্লাহ রিয়াদদের সেমিফাইনাল স্বপ্ন এখন অনেকটাই ধূসর। ইংলিশদের বিপক্ষে লড়াইটা যে কঠিন হবে, সেই ইঙ্গিত আগে থেকেই পাওয়া যাচ্ছিল। তবে মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি বাংলাদেশ। নিজেদের এমন হারে দলের ব্যাটারদের দায় দেখছেন বাংলাদেশ অধিনায়ক। পাশাপাশি আরও ভালো পরিকল্পনা নিয়ে পরের ম্যাচগুলোতে ফিরতে চান বলেও জানান তিনি।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা ছিল বিশ্বকাপের আগে থেকেই। ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেও ব্যাটাররা খুব একটা ভালো করতে পারেননি। বিশ্বকাপেও নিজেদের হতশ্রী অবস্থা কাটাতে পারেননি লিটনরা। বিশেষ করে টপ অর্ডারের টানা ব্যর্থতা দলকে বেশ ভুগিয়েছে। নিজেদের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘অবশ্যই, আমরা নিজেদের ব্যাটিং নিয়ে হতাশ। এই উইকেট ভালো ছিল, তবে আমরা শুরুটা ভালো করতে পারিনি। ইনিংসের মাঝামাঝি সময়েও ভালো জুটি গড়তে পারিনি।’

এদিন বাংলাদেশের দুই ওপেনার ফিরেছেন ১৪ রানের মধ্যেই। লিটন-নাঈমের এই ব্যর্থতার জাল ছিঁড়ে বেরোতে পারেননি বাকি ব্যাটাররাও। ভালো শুরু না পাওয়াটা দলকে ভুগিয়েছে বলে জানিয়েছেন মাহমুদউল্লাহ, ‘আমরা ভালো শুরুর অভাবে ভুগছি। এই উইকেটে পরে গিয়ে ব্যাট করা কঠিন হয়ে যায়। আমাদের পাওয়ার হিটারের চেয়ে স্কিল হিটার বেশি। এই বাস্তবতা আমরা বদলাতে পারব না। আমাদের বিশ্বাস ছিল, ভালো সংগ্রহ করতে পারব। আমাদের সবকিছু পুনর্মূল্যায়ন করতে হবে। আরও ভালো পরিকল্পনা নিয়ে নিয়ে ফিরে আসতে হবে।’

টানা দ্বিতীয় জয়ে ইংল্যান্ডের সেমিফাইনাল এখন খুব দূরে নয়। দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স করেছে তারা। দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক এউইন মরগান বলেন, ‘বোলাররা টুর্নামেন্টটা দারুণভাবে শুরু করেছে। তারা খুব ভালো মানিয়ে নিয়েছে। এই ম্যাচেও দারুণ শৃঙ্খলা দেখিয়েছে তারা। ক্যাচিং ও গ্রাউন্ড ফিল্ডিংয়ে ভালো করেছি।’

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডকে কোনো চাপই বুঝতে দেননি জেসন রয়। ৬১ রানের দারুণ এক ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও। ম্যাচের পর রয় বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য বিশেষ ছিল। শেষ ম্যাচের পারফরম্যান্সটা আমাদের ধরে রাখতে হতো। বোলারদের আবারও কৃতিত্ব দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত