অনলাইন ডেস্ক
দল বিপদে পড়লেই যেন মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে ওঠেন দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট, মাহমুদউল্লাহ জ্বলে ওঠেন এমন পরিস্থিতিতে। মিরপুরে আজ তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে তুলেছেন ঝড়। তাঁর সঙ্গে তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ২০০ ছুঁইছুঁই লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন বরিশাল চোখে সর্ষেফুল দেখতে থাকে, তখনই ঢাল হয়ে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। ২৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। পাশাপাশি ফাহিমের বিধ্বংসী ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের সহজ জয় পায় বরিশাল।
১৯৮ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বরিশাল। নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিসান আলম। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রাজশাহীর বোলারদের ওপর চড়াও হতে থাকে বরিশাল। আক্রমণাত্মক হতে গিয়ে তামিম ইকবালের বরিশাল উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৮.১ ওভারে ৫ উইকেটে ৬১ রানে পরিণত হয় বরিশাল।
বিপদে পড়া বরিশাল সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠায় শাহিন শাহ আফ্রিদি। তিনি ও মাহমুদউল্লাহ পাল্টা আক্রমণ করেন রাজশাহীর ওপর। ষষ্ঠ উইকেটে ২৫ বলে ৫১ রানের জুটি গড়েন শাহিন ও মাহমুদউল্লাহ। ১৩তম ওভারের দ্বিতীয় বলে শাহিনকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ হারিস নিশ্চিত ছক্কা হওয়া বলকে ক্যাচে পরিণত করেন।
ফাহিম যখন ৮ নম্বরে নামেন, তখনো ৪৬ বলে ৮৬ রান দরকার হয় বরিশালের। মাহমুদউল্লাহ একপ্রান্তে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেলেও ফাহিম শুরুতে একটু সংগ্রাম করতে থাকেন। ১৫তম ওভারের শেষ ৩ বলে হাসান মুরাদকে ছক্কার হ্যাটট্রিক পূর্ণ করেন ফাহিম। তাণ্ডবটা ফাহিম চালিয়েছেন লাহিরু সামারাকুনের ওপর দিয়ে। ১৭তম ওভারে সামারাকুনকে ৩ ছক্কা ও ২ চার মারেন ফাহিম। বরিশালকে জয়সূচক রানটা এনে দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। ১৯তম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয় চৌধুরীকে ছক্কা মেরে ফাহিম ম্যাচটা শেষ করেছেন।
সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ ও ফাহিমের ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে বরিশাল ১৮.১ ওভারে ৬ উইকেটে করে ২০০ রান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন। বিপিএলে এটা তাঁর ১৩তম ফিফটি। ফাহিম ২১ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৭ ছক্কার সঙ্গে পাকিস্তানি এই অলরাউন্ডার মেরেছেন ১ চার।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। শুরুতে ধাক্কা খেলেও রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ৪৭ বলে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। বরিশালের কাইল মায়ার্স ৩ ওভারে ১৩ রানে নিয়েছেন ২ উইকেট।
দল বিপদে পড়লেই যেন মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে ওঠেন দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ঘরোয়া ক্রিকেট, মাহমুদউল্লাহ জ্বলে ওঠেন এমন পরিস্থিতিতে। মিরপুরে আজ তিনি দুর্বার রাজশাহীর বিপক্ষে তুলেছেন ঝড়। তাঁর সঙ্গে তাণ্ডব চালিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফও।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম মৌসুমে আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ২০০ ছুঁইছুঁই লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন বরিশাল চোখে সর্ষেফুল দেখতে থাকে, তখনই ঢাল হয়ে দাঁড়িয়ে যান মাহমুদউল্লাহ। ২৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। পাশাপাশি ফাহিমের বিধ্বংসী ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখে ৪ উইকেটের সহজ জয় পায় বরিশাল।
১৯৮ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বরিশাল। নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিসান আলম। রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে রাজশাহীর বোলারদের ওপর চড়াও হতে থাকে বরিশাল। আক্রমণাত্মক হতে গিয়ে তামিম ইকবালের বরিশাল উইকেটও হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ৮.১ ওভারে ৫ উইকেটে ৬১ রানে পরিণত হয় বরিশাল।
বিপদে পড়া বরিশাল সাত নম্বরে ব্যাটিংয়ে পাঠায় শাহিন শাহ আফ্রিদি। তিনি ও মাহমুদউল্লাহ পাল্টা আক্রমণ করেন রাজশাহীর ওপর। ষষ্ঠ উইকেটে ২৫ বলে ৫১ রানের জুটি গড়েন শাহিন ও মাহমুদউল্লাহ। ১৩তম ওভারের দ্বিতীয় বলে শাহিনকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন আহমেদ। ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ হারিস নিশ্চিত ছক্কা হওয়া বলকে ক্যাচে পরিণত করেন।
ফাহিম যখন ৮ নম্বরে নামেন, তখনো ৪৬ বলে ৮৬ রান দরকার হয় বরিশালের। মাহমুদউল্লাহ একপ্রান্তে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেলেও ফাহিম শুরুতে একটু সংগ্রাম করতে থাকেন। ১৫তম ওভারের শেষ ৩ বলে হাসান মুরাদকে ছক্কার হ্যাটট্রিক পূর্ণ করেন ফাহিম। তাণ্ডবটা ফাহিম চালিয়েছেন লাহিরু সামারাকুনের ওপর দিয়ে। ১৭তম ওভারে সামারাকুনকে ৩ ছক্কা ও ২ চার মারেন ফাহিম। বরিশালকে জয়সূচক রানটা এনে দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। ১৯তম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয় চৌধুরীকে ছক্কা মেরে ফাহিম ম্যাচটা শেষ করেছেন।
সপ্তম উইকেটে মাহমুদউল্লাহ ও ফাহিমের ৩৫ বলে ৮৮ রানের অবিচ্ছেদ্য জুটিতে বরিশাল ১৮.১ ওভারে ৬ উইকেটে করে ২০০ রান। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মাহমুদউল্লাহ। ২৬ বলে ৫ চার ও ২ ছক্কা মেরেছেন। বিপিএলে এটা তাঁর ১৩তম ফিফটি। ফাহিম ২১ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৭ ছক্কার সঙ্গে পাকিস্তানি এই অলরাউন্ডার মেরেছেন ১ চার।
এর আগে টস জিতে ফিল্ডিং নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম। শুরুতে ধাক্কা খেলেও রাজশাহী ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান করে দলটি। ইনিংস সর্বোচ্চ ৯৪ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। ৪৭ বলে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। বরিশালের কাইল মায়ার্স ৩ ওভারে ১৩ রানে নিয়েছেন ২ উইকেট।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৬ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১০ ঘণ্টা আগে