আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে।
ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক।
ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’
দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।
আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে।
ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক।
ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’
দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে