ক্রীড়া ডেস্ক
সিরিজ এরই মধ্যে খুইয়েছে বাংলাদেশ দল। লাহোরে আজ শেষ টি-টোয়েন্টি লিটনদের সামনে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। গাদ্দাফি স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টস জিতল পাকিস্তান। তবে আগের দুই ম্যাচে ব্যাটিং নিলেও আজ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক সালমান আলি আঘা।
পাকিস্তান-বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। শরীফুল ইসলাম দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন, শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হারিস রউফ। ভালো ছন্দে ছিলেন না, তাঁর জায়গায় ফিরেছেন আব্বাস আফ্রিদি।
বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের সঙ্গে খালেদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক।
পাকিস্তানের একাদশে আছেন তিনজন করে স্পিনার ও পেসার। পেস বোলিং লাইনআপে আছেন ফাহিম আশরাফ, হাসান আলি ও আব্বাস। পাশাপাশি দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। পার্ট টাইমার সালমান আলি আঘাও আছেন।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদিও আবরার আহমেদ।
সিরিজ এরই মধ্যে খুইয়েছে বাংলাদেশ দল। লাহোরে আজ শেষ টি-টোয়েন্টি লিটনদের সামনে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। গাদ্দাফি স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টস জিতল পাকিস্তান। তবে আগের দুই ম্যাচে ব্যাটিং নিলেও আজ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক সালমান আলি আঘা।
পাকিস্তান-বাংলাদেশ দুই দলই একাদশে একটি করে পরিবর্তন এনেছে। শরীফুল ইসলাম দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পেয়েছিলেন, শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার হারিস রউফ। ভালো ছন্দে ছিলেন না, তাঁর জায়গায় ফিরেছেন আব্বাস আফ্রিদি।
বাংলাদেশের একাদশে আছেন তিন পেসার ও দুই স্পিনার। মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন আছেন স্পিন আক্রমণে। পেস বোলিং আক্রমণে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের সঙ্গে খালেদ। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন জাকের আলী অনিক।
পাকিস্তানের একাদশে আছেন তিনজন করে স্পিনার ও পেসার। পেস বোলিং লাইনআপে আছেন ফাহিম আশরাফ, হাসান আলি ও আব্বাস। পাশাপাশি দুই লেগ স্পিনার শাদাব খান, আবরার আহমেদের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ। পার্ট টাইমার সালমান আলি আঘাও আছেন।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।
পাকিস্তানের একাদশ
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), হাসান নওয়াজ, সালমান আলি আঘা (অধিনায়ক), শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, আব্বাস আফ্রিদিও আবরার আহমেদ।
কারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
৭ ঘণ্টা আগেনতুন যুগের ওয়ানডে শুরুটা ভারতের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই। পার্থে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডেতে এমনিতেই দফায় দফায় বাগড়া দিয়েছে বৃষ্টি। উপরন্তু সেই ম্যাচ ডাকওয়ার্থ লুইস অ্যান্ড স্টার্ন (ডিএলএস) ভারত ৭ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। হেরে শুবমান গিল এমন এক রেকর্ডে নাম লিখিয়েছেন
৮ ঘণ্টা আগেমিরপুরের পিচে যতই কালো জাদু থাকুক, সেই পিচে ২০৭ রান করে চোখ বুজে থাকার কোনো উপায় নেই। উপরন্তু সেই ম্যাচে প্রতিপক্ষ দলের উদ্বোধনী জুটিতে যখন ৫১ রান আসে, তখন দুশ্চিন্তা বেড়ে যায় আপনাআপনি। কিন্তু রিশাদ হোসেন তাঁর লেগস্পিন ভেলকিতে গতকাল প্রথম ওয়ানডেতে কুপোকাত করলেন ওয়েস্ট ইন্ডিজকে।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রেকর্ডটা মোটেও সুখকর নয় মেহেদী হাসান মিরাজের। তাঁর নেতৃত্বে ১১ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে কেবল দুটি ম্যাচ। পরিসংখ্যানগত হিসাব বাদ দিলেও তাঁর নেতৃত্বগুণ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে, সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে ভরাডুবির পর আরও বেশি সমালোচিত হচ্ছেন তিনি।
১০ ঘণ্টা আগে