ক্রীড়া ডেস্ক
ভালো একটা সূচনা, এরপর ইংল্যান্ড ইনিংসে মিনি মোড়ক অতঃপর স্বাগতিকদের প্রতিরোধ। অ্যাশেজের ওভাল টেস্টের প্রথম দিনের দুই সেশনটাকে মোটা দাগে এভাবেই দেখা যেতে পারে।
টসে হেরে ব্যাটিং পাওয়া ইংল্যান্ডকে ৬২ রানের দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি (২২) ও বেন ডাকেট (৪১)। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে দুই ওপেনারের বিদায়। অভিজ্ঞ জো রুটও তাঁদের অনুসরণ করলে ১১ রানের মধ্যে তিন উইকেটের পতন!
তবে এই মিনি মোড়কের পরও বাজবল ক্রিকেট থেকে সরে আসেনি ইংলিশ ব্যাটাররা। বিশেষ করে হ্যারি ব্রুক। এক শরও বেশি স্ট্রাইকরেটে ৪৪ বলে ৫০ রান করেন তিনি। মঈন আলীর (৩৪) বিদায়ে ১০৮ বলে দুজনের ১১১ রানে জুটি ছিন্ন হলে একটু রয়ে সয়ে ব্যাটিং করেন ব্রুক। তখন পর্যন্ত ইংল্যান্ডের রানরেট ছিল পাঁচের ওপরে।
১৮৪ থেকে ২১২—এর মধ্যে ২৮ রান করতেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ব্রুক একপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও অধিনায়ক বেন স্টোকস (৩), উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে (৪) দ্রুত বোল্ড করে ফেরান মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। হঠাৎ চাপে পড়া ইংল্যান্ডকে আরেকটি বড় ধাক্কা দেন স্টার্ক। নিজের দ্বিতীয় শিকার হিসেবে ব্রুককে ফেরান তিনি। ৯১ বলে ৮৫ রানে ফেরেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ১১ চার ও ২ ছয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যাশেজের প্রথম দিনে দ্বিতীয় সেশনে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫০ রানে ব্যাট করছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে আছেন ক্রিস ওকস (১৫) ও মার্ক উড (২৩)। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিজেদের কাছে রেখে দিয়েছে অজিরা।
ভালো একটা সূচনা, এরপর ইংল্যান্ড ইনিংসে মিনি মোড়ক অতঃপর স্বাগতিকদের প্রতিরোধ। অ্যাশেজের ওভাল টেস্টের প্রথম দিনের দুই সেশনটাকে মোটা দাগে এভাবেই দেখা যেতে পারে।
টসে হেরে ব্যাটিং পাওয়া ইংল্যান্ডকে ৬২ রানের দারুণ একটা সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি (২২) ও বেন ডাকেট (৪১)। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে দুই ওপেনারের বিদায়। অভিজ্ঞ জো রুটও তাঁদের অনুসরণ করলে ১১ রানের মধ্যে তিন উইকেটের পতন!
তবে এই মিনি মোড়কের পরও বাজবল ক্রিকেট থেকে সরে আসেনি ইংলিশ ব্যাটাররা। বিশেষ করে হ্যারি ব্রুক। এক শরও বেশি স্ট্রাইকরেটে ৪৪ বলে ৫০ রান করেন তিনি। মঈন আলীর (৩৪) বিদায়ে ১০৮ বলে দুজনের ১১১ রানে জুটি ছিন্ন হলে একটু রয়ে সয়ে ব্যাটিং করেন ব্রুক। তখন পর্যন্ত ইংল্যান্ডের রানরেট ছিল পাঁচের ওপরে।
১৮৪ থেকে ২১২—এর মধ্যে ২৮ রান করতেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ব্রুক একপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও অধিনায়ক বেন স্টোকস (৩), উইকেটরক্ষক জনি বেয়ারস্টোকে (৪) দ্রুত বোল্ড করে ফেরান মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড। হঠাৎ চাপে পড়া ইংল্যান্ডকে আরেকটি বড় ধাক্কা দেন স্টার্ক। নিজের দ্বিতীয় শিকার হিসেবে ব্রুককে ফেরান তিনি। ৯১ বলে ৮৫ রানে ফেরেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ১১ চার ও ২ ছয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যাশেজের প্রথম দিনে দ্বিতীয় সেশনে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫০ রানে ব্যাট করছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে আছেন ক্রিস ওকস (১৫) ও মার্ক উড (২৩)। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিজেদের কাছে রেখে দিয়েছে অজিরা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৯ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে