Ajker Patrika

সাকিব-লিটনকে নিয়েই টেস্ট দল, ফিরেছেন তামিম-সাদমান

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরু থেকে সাকিব আল হাসান ও লিটন দাস খেলতে পারবেন কি না তা নিয়ে দোলাচল ছিল বেশ কিছুদিন। অবশেষে গতকাল চট্টগ্রামে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি শেষে সবকিছু পরিষ্কার জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আন্তর্জাতিক ক্রিকেট চলাকালীন কাউকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকছে বিসিবি। সাকিব-লিটনকে নিয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বিসিবি। 

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে ৪ এপ্রিল। এই টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম। চোটে পড়ায় ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন না তামিম। আর ফর্মহীনতায় বাদ পড়া সাদমান টেস্ট দলে ফিরেছেন এক বছর পর। ডারবানে গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও রেজাউর রহমান রাজা। 
 
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত