ক্রীড়া ডেস্ক
এত দিনে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে নিশ্চয়ই ধুলো জমেছে। সেই ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্ব যে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর ৩১ বছর কেটে গেছে কিন্তু দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা ফুরায় না তাদের।
অপেক্ষা ফুরানোর মিশনে আজ প্রথম এবারের বিশ্বকাপে মাঠে নামছে পাকিস্তান। শুরুতেই টস ভাগ্যে হেরেছেন বাবর আজম। টস হারলেও ব্যাটিংয়ে নামছে অধিনায়ক বাবরের দলই। কারণ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফিল্ডিংয়র সিদ্ধান্তের বিষয়ে এডওয়ার্ডস বলেছেন, ‘উইকেট বেশ ভালো। আলোর নিচে ব্যাটিং করা সহজ হবে। পিচের সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের প্রয়োজন।’
এক বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া হাসান আলি আছেন একাদশে। তাঁর সঙ্গে পেস বোলিংয়ে থাকছেন হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি। ওপেনিংয়ে এশিয়া কাপে ভালো না করলেও ফখর জামানের ওপর আবারও ভরসা রাখছে পাকিস্তান। তাঁর সঙ্গী ইমাম-উল-হক। তিন ও চারে খেলবেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে ১২ বছর পর বিশ্বকাপে খেলছে নেদারল্যান্ডস। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে একাদশে সাজিয়েছে ডাচরা।
পাকিস্তানের একাদশ—
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি।
নেদাল্যান্ডসের একাদশ—
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
এত দিনে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের স্মৃতিতে নিশ্চয়ই ধুলো জমেছে। সেই ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্ব যে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। এরপর ৩১ বছর কেটে গেছে কিন্তু দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা ফুরায় না তাদের।
অপেক্ষা ফুরানোর মিশনে আজ প্রথম এবারের বিশ্বকাপে মাঠে নামছে পাকিস্তান। শুরুতেই টস ভাগ্যে হেরেছেন বাবর আজম। টস হারলেও ব্যাটিংয়ে নামছে অধিনায়ক বাবরের দলই। কারণ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ফিল্ডিংয়র সিদ্ধান্তের বিষয়ে এডওয়ার্ডস বলেছেন, ‘উইকেট বেশ ভালো। আলোর নিচে ব্যাটিং করা সহজ হবে। পিচের সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের প্রয়োজন।’
এক বছর পর ওয়ানডেতে সুযোগ পাওয়া হাসান আলি আছেন একাদশে। তাঁর সঙ্গে পেস বোলিংয়ে থাকছেন হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি। ওপেনিংয়ে এশিয়া কাপে ভালো না করলেও ফখর জামানের ওপর আবারও ভরসা রাখছে পাকিস্তান। তাঁর সঙ্গী ইমাম-উল-হক। তিন ও চারে খেলবেন বাবর ও মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে ১২ বছর পর বিশ্বকাপে খেলছে নেদারল্যান্ডস। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে একাদশে সাজিয়েছে ডাচরা।
পাকিস্তানের একাদশ—
ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি।
নেদাল্যান্ডসের একাদশ—
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারমান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোয়েলফ ফন ডার মারউই, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন।
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
৩ ঘণ্টা আগেবৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিশ্চিত করেছে অজিরা। সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় দল কারা যাচ্ছে, সেটি জানা যাবে আজ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সমান ৩ পয়েন্ট করে।
৩ ঘণ্টা আগেগ্রিনল্যান্ডের কথা শুনলে প্রথমেই হয়তো বরফের বিষয়টি উঠে আসবে। বছরে ৮-১০ মাস বরফে ঢাকা থাকে এই দেশ। তাই সেখানে নিয়মিত ফুটবল খেলার সুযোগ নেই বলতে গেলে। তবু গ্রিনল্যান্ড স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছেও। ৬ হাজার মাইল পথ পেরিয়ে এই সপ্তাহে ব্রাজিলে একটি ম্যাচ খেলতে যাবে গ্রিনল্যান্ড ফুটবল দল।
৪ ঘণ্টা আগে