Ajker Patrika

সেমিতে যেতে ইংল্যান্ডের লক্ষ্য ১৪২ রান

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৬: ৪২
সেমিতে যেতে ইংল্যান্ডের লক্ষ্য ১৪২ রান

শ্রীলঙ্কাকে হারালেই সেমিফাইনাল—এমন সমীকরণ বিবেচনায় নিয়েই সিডনিতে আজ খেলছে ইংল্যান্ড। আর এই ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। তবে তা আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। চতুর্থ ওভারের শেষ বলে মেন্ডিসকে ফিরিয়ে দেন ক্রিস ওকস। দলীয় ৩৯ রানেই ভেঙে যায় লঙ্কানদের উদ্বোধনী জুটি। মেন্ডিসের বিদায়ের পর উইকেটে আসেন ধনঞ্জয় ডি সিলভা। দ্বিতীয় উইকেটে নিশাঙ্কা-ডি সিলভা করেন ২৬ বলে ৩৩ রানের জুটি। ডি সিলভাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্যাম কারান।

ডি সিলভার পর উইকেটে আসেন চারিথ আসালাঙ্কা। তবে আসালাঙ্কা ৯ বলে ৮ রান করে বিদায় নিয়েছেন। দ্রুত ২ উইকেট হারালেও এক প্রান্তে রানের চাকা সচল রাখেন নিশাঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম ফিফটি তুলে নেন লঙ্কান এই ওপেনার। আর ফিফটি করা এই নিশাঙ্কাকে ফিরিয়েছেন আদিল রশিদ। এরপর শ্রীলঙ্কা যেমন নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে, তেমনি রান তোলার গতিও কমে গেছে। নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কা করে ৮ উইকেটে ১৪১ রান।

শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন নিশাঙ্কা। ৪৫ বলে ৬৭ রান করেন তিনি। ২টি চার এবং ৫টি ছক্কা হাঁকান লঙ্কান এই ওপেনার। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মার্ক উড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত