Ajker Patrika

তামিম শর্ত দিয়ে খেলবেন, এমনটা মানতেই চান না সুজন

ক্রীড়া ডেস্ক
তামিম শর্ত দিয়ে খেলবেন, এমনটা মানতেই চান না সুজন

২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর—নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ বলে ৪৪ রান করেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের এটাই সর্বশেষ ম্যাচ। নানা ঘটনাপ্রবাহে খেলা হয়নি বিশ্বকাপ ক্রিকেট। খেলেননি বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটের একটা ম্যাচও। 

প্রায় ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও তামিম পেশাদার ক্রিকেটে খেলছেন নিয়মিতই। ২০২৪ বিপিএলে ফরচুন বরিশালকে জিতিয়েছেন শিরোপা। ১ মার্চ টুর্নামেন্টের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেই তামিম বর্তমানে ডিপিএলে নেতৃত্ব দিচ্ছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ফেরা নিয়ে প্রশ্ন আজ করা হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। মিরপুরে ডিপিএলের পারটেক্স-আবাহনী ম্যাচ শেষে সাংবাদিকদের সুজন বলেন, ‘আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। যদি সুস্থ ও ফিট থাকে, খেলতে চাইলে অবশ্যই খেলবে। তবে ক্রিকেটার হিসেবে শর্ত দিয়ে খেলবে, এটা শুনতে যেন কেমন দেখায়। আমি জাতীয় দলের হয়ে খেলব। জাতীয় দল সবার আগে সেখানে। সবার উর্ধ্বে। এখানে শর্ত থাকবে কি থাকবে না, এটা শুনতেই যেন কেমন দেখায়। তামিম দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলেছে। ওকে আমাদের প্রয়োজন। সেটাই বড় কথা।’ 

যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ শুরুর আগে যখন বাংলাদেশের দল ঘোষণা হয়, তখন স্বাভাবিকভাবেই আলোচনায় আসেন তামিম। শেষ পর্যন্ত দেখা যায়, তামিমের নাম সেখানে থাকে না। সুজন যেন এই ব্যাপারে (তামিমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা) জলঘোলা হওয়ায় একটু বিরক্তই হয়েছেন। সুজন বলেন, ‘তামিম অবশ্যই বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। আমার মনে হয় সেটা বোর্ডই সিদ্ধান্ত নেবে বা ও (তামিম) যেহেতু বলেছে বোর্ডের সঙ্গে বসবে। পাপন ভাই যেহেতু কথা বলতে চেয়েছেন। কোনটা বলবে, কখন বলবে। তবে এতদিন সময় লাগছে কেন, কারণ সবাই তো আমরা বাংলাদেশেই থাকি। এই সময়টাই কেন হচ্ছে না, তা তো আমি জানি না। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি বসে সুরাহা করা যাবে... এটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে প্রতিদিনের আলোচিত বিষয়। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট সবকিছুর উর্ধ্বে।’ 

সুজন আরও বলেন, ‘তামিমের অভিজ্ঞতা বা পারফরম্যান্স নিয়ে কোনো কথা নেই। ছোট ছোট যেসব কথা সংবাদমাধ্যমে আমিও শুনি। তামিমের সঙ্গে আমার অনেকদিন ধরেই কথা হচ্ছে না। এমনকি বিপিএলেও তামিমের সঙ্গে আমার হাত মেলানো হয়েছে শুধু। তবে সেভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও (তামিম) কী চাচ্ছে না চাচ্ছে। ও যেহেতু নির্দিষ্ট করে সভাপতি মহোদয়ের সঙ্গে বসতে চেয়েছে, সেক্ষেত্রে আমাদের কথা না বলাই ভালো। ও কথা বলুক যে কীজন্য খেলতে চাচ্ছে না বা কী হলে খেলবে। সেটা ও বা সভাপতি মহোদয়ের স্পষ্ট করাই ভালো। আমাদের তৃতীয় ব্যক্তির না যাওয়াই ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত