নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল হিসেবে একদমই খারাপ ছিল না খুলনা টাইগার্স। কিন্তু দলের খেলোয়াড়েরা সেভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। ফলে এই বিপিএলে সবার আগেই বিদায় নিতে হলো খুলনাকে। আজ নিজেদের দশম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে গেছে তারা। এ জয়ে শীর্ষ দুইয়ের লড়াইয়ে থাকল বরিশাল।
১০ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ইয়াসির আলী রাব্বির খুলনা। লিগ পর্বে নিজেদের পরের দুটি ম্যাচ জিতলেও শেষ চারে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের। পরের দুই ম্যাচে জিতলে তাদের হবে ৮ পয়েন্ট। সিলেট স্ট্রাইকার্সের ১৬, ফরচুন বরিশালের ১৪, কুমিল্লার ১২ এবং টেবিলের চারে থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট ১০। রংপুরকেও টপকানোর সুযোগ নেই খুলনার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী। ইফতিখার আহমেদের ফিফটি, সাকিব আল হাসান ও ফজলে মাহমুদের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৪ রানের স্কোর পায় বরিশাল। জবাবে ৮ উইকেটে ১৫৭ রান করতে পারে খুলনা।
বড় লক্ষ্য তাড়ায় ইয়াসির আলী ছাড়া বাকিরা সেভাবে রান করতে পারেননি। ৩৮ বলে ৬০ রান করেছেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। দুই ওপেনার তামিম ইকবাল ১ ও অ্যান্ডি বালবির্নি ফিরেছেন ১২ রান করে। তিন নম্বরে নেমে শাই হোপ ২৪ বলে ৩৭ রান করেছেন। চারে নেমে মাহমুদুল হাসান জয় রানের খাতাই খুলতে পারেননি। এ ছাড়া নাহিদুল ইসলামের ব্যাট থেকে আসে ২৪ রান।
বরিশালের হয়ে পেসার করিম জানাত ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে ৩৬ রান দিয়ে খালেদ আহমেদের শিকার ২ উইকেট।
এর আগে ইফতিখারের অপরাজিত ৩১ বলে ৫১, সাকিবের ২১ বলে ৩৬ ও ফজলে মাহমুদের ৩৯ রানের ইনিংসে ১৯৪ রান করে বরিশাল। পল ফন মিকেরেন ৪ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল হিসেবে একদমই খারাপ ছিল না খুলনা টাইগার্স। কিন্তু দলের খেলোয়াড়েরা সেভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। ফলে এই বিপিএলে সবার আগেই বিদায় নিতে হলো খুলনাকে। আজ নিজেদের দশম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে গেছে তারা। এ জয়ে শীর্ষ দুইয়ের লড়াইয়ে থাকল বরিশাল।
১০ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ইয়াসির আলী রাব্বির খুলনা। লিগ পর্বে নিজেদের পরের দুটি ম্যাচ জিতলেও শেষ চারে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের। পরের দুই ম্যাচে জিতলে তাদের হবে ৮ পয়েন্ট। সিলেট স্ট্রাইকার্সের ১৬, ফরচুন বরিশালের ১৪, কুমিল্লার ১২ এবং টেবিলের চারে থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট ১০। রংপুরকেও টপকানোর সুযোগ নেই খুলনার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী। ইফতিখার আহমেদের ফিফটি, সাকিব আল হাসান ও ফজলে মাহমুদের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৪ রানের স্কোর পায় বরিশাল। জবাবে ৮ উইকেটে ১৫৭ রান করতে পারে খুলনা।
বড় লক্ষ্য তাড়ায় ইয়াসির আলী ছাড়া বাকিরা সেভাবে রান করতে পারেননি। ৩৮ বলে ৬০ রান করেছেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। দুই ওপেনার তামিম ইকবাল ১ ও অ্যান্ডি বালবির্নি ফিরেছেন ১২ রান করে। তিন নম্বরে নেমে শাই হোপ ২৪ বলে ৩৭ রান করেছেন। চারে নেমে মাহমুদুল হাসান জয় রানের খাতাই খুলতে পারেননি। এ ছাড়া নাহিদুল ইসলামের ব্যাট থেকে আসে ২৪ রান।
বরিশালের হয়ে পেসার করিম জানাত ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে ৩৬ রান দিয়ে খালেদ আহমেদের শিকার ২ উইকেট।
এর আগে ইফতিখারের অপরাজিত ৩১ বলে ৫১, সাকিবের ২১ বলে ৩৬ ও ফজলে মাহমুদের ৩৯ রানের ইনিংসে ১৯৪ রান করে বরিশাল। পল ফন মিকেরেন ৪ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
নেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি সনি বেকারের। কদিন আগে কেবল ডাক পেয়েছেন ইংল্যান্ড দলে। ইংল্যান্ডের জার্সি গায়ে চড়ানোর আগেই রেকর্ড বইয়ে নাম লেখালেন তিনি। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডে’ করেছেন হ্যাটট্রিক।
৫ ঘণ্টা আগে