Ajker Patrika

সাকিবদের কাছে হেরে বিদায় তামিমদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিবদের কাছে হেরে বিদায় তামিমদের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল হিসেবে একদমই খারাপ ছিল না খুলনা টাইগার্স। কিন্তু দলের খেলোয়াড়েরা সেভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারেননি। ফলে এই বিপিএলে সবার আগেই বিদায় নিতে হলো খুলনাকে। আজ নিজেদের দশম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে গেছে তারা। এ জয়ে শীর্ষ দুইয়ের লড়াইয়ে থাকল বরিশাল। 

১০ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ইয়াসির আলী রাব্বির খুলনা। লিগ পর্বে নিজেদের পরের দুটি ম্যাচ জিতলেও শেষ চারে যাওয়ার কোনো সুযোগ নেই তাদের। পরের দুই ম্যাচে জিতলে তাদের হবে ৮ পয়েন্ট। সিলেট স্ট্রাইকার্সের ১৬, ফরচুন বরিশালের ১৪, কুমিল্লার ১২ এবং টেবিলের চারে থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট ১০। রংপুরকেও টপকানোর সুযোগ নেই খুলনার। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক ইয়াসির আলী। ইফতিখার আহমেদের ফিফটি, সাকিব আল হাসান ও ফজলে মাহমুদের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯৪ রানের স্কোর পায় বরিশাল। জবাবে ৮ উইকেটে ১৫৭ রান করতে পারে খুলনা। 

বড় লক্ষ্য তাড়ায় ইয়াসির আলী ছাড়া বাকিরা সেভাবে রান করতে পারেননি। ৩৮ বলে ৬০ রান করেছেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা। দুই ওপেনার তামিম ইকবাল ১ ও অ্যান্ডি বালবির্নি ফিরেছেন ১২ রান করে। তিন নম্বরে নেমে শাই হোপ ২৪ বলে ৩৭ রান করেছেন। চারে নেমে মাহমুদুল হাসান জয় রানের খাতাই খুলতে পারেননি। এ ছাড়া নাহিদুল ইসলামের ব্যাট থেকে আসে ২৪ রান। 

বরিশালের হয়ে পেসার করিম জানাত ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে ৩৬ রান দিয়ে খালেদ আহমেদের শিকার ২ উইকেট। 

এর আগে ইফতিখারের অপরাজিত ৩১ বলে ৫১, সাকিবের ২১ বলে ৩৬ ও ফজলে মাহমুদের ৩৯ রানের ইনিংসে ১৯৪ রান করে বরিশাল। পল ফন মিকেরেন ৪ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

একটি খনি ঘিরে সমৃদ্ধির স্বপ্ন দেখছে পাকিস্তান, কিন্তু চাবিকাঠি চীনের কাছে

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত