Ajker Patrika

আইপিএলে দেখা গেল ‘বাজপাখি’ মোস্তাফিজকে 

আইপিএলে দেখা গেল ‘বাজপাখি’ মোস্তাফিজকে 

আইপিএলে যেন ‘বাজপাখি’ মোস্তাফিজুর রহমানকেই দেখা গেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে যেভাবে নিশ্চিত ছয় ফেরালেন, তা বাজপাখির চেয়ে কম কিসে! ফিল্ডিং-বোলিংয়ে দুর্দান্ত ফিজকে দেখা গেলেও তাঁর দল রাজস্থান জিততে পারেনি ৷ বেঙ্গালুরুর কাছে হেরেছে ৭ উইকেটে ৷ 

বেঙ্গালুরুর ইনিংসের তখন নবম ওভার। কার্তিক তিয়াগির সেই ওভারে চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। পরের বলে পুল করে বল আকাশে তুলে দেন ম্যাক্সওয়েল। বলের গন্তব্য ছিল সীমানার বাইরে। তবে বাউন্ডারি লাইনে দাঁড়ানো মোস্তাফিজ চিলের মতো ছোঁ মেরে বলের গতিরোধ করে সীমানা দড়ির ওপারে পড়তে দিলেন না। বাঁচিয়ে দিলেন দলের গুরুত্বপূর্ণ ৫ রান। মোস্তাফিজের সেই ছবি রাজস্থান তাদের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছে, এটা বর্ণনা করার জন্য একটা শব্দই যথেষ্ট ‘দুর্ধর্ষ’।  

এর আগে নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়েও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছেন দেবদূত পাড়িক্কালকে (২২)। পরে নিজের শেষ ওভারের শেষ বলে শ্রিকার ভারতকে ক্যাচ বানিয়েছেন আনুজ রাওয়াতের হাতে। শেষ পর্যন্ত ৩ ওভারে ২০ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। বোলিং ও ফিল্ডিং মিলিয়ে ম্যাচের মোস্তাফিজের উপস্থিতি ছিল দেখার মতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

চট্টগ্রামে মধ্যরাতে শিবির ছাত্রদল মুখোমুখি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত