যুব এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
দুবাইয়ে ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দেখে শুনে শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিলেন স্বাগতিকদের দুই ওপেনার আরিয়ানশ শর্মা ও অক্ষত রাই। দুজনে মিলে ২৯ রান যোগ করেন। ২২ রানে আরিয়ানশ আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
দলীয় রান এক শো হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বসে আমিরাত। প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেন মাহফুজুর রহমান রাব্বি-পারভেজ রহমান জীবনরা। লোয়ার অর্ডারের ব্যাটারদের কল্যাণে শেষ পর্যন্ত ১৬৭ রান করতে পারে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ স্কোরার হার্দিক রাই। নয়ে নেমে ৫১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও জীবন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং জিশান আলম। উদ্বোধনী জুটিতে তাঁরা দলীয় খাতায় ৭৪ রান যোগ করেন। ৪২ রানে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান। ওপেনিং সঙ্গীকে হারালেও অন্য সতীর্থদের নিয়ে রানের চাকা সচল রাখেন শিবলি।
সতীর্থদের সঙ্গে ছোট ছোট কয়েকটি জুটি গড়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান শিবলি। তবে ফিফটি করার পর ৭১ রানে নিজে আউট হলে ধাক্কা খায় বাংলাদেশ। ৪০ তম ওভারে আউট হওয়ার সময় দলীয় রান ছিল ৫ উইকেটে ১৭০। একটা সময় যখন ২৫০ রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ সেটা পরে ২২৮ রানে থেমে যায়। এই সংগ্রহও আসে শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১৮ রানের সৌজন্যে। ৪৪ রানে ৬ উইকেট নিয়ে আরব আমিরাতের সেরা বোলার ধ্রুব পরাশর।
যুব এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিক আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।
দুবাইয়ে ২২৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দেখে শুনে শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিলেন স্বাগতিকদের দুই ওপেনার আরিয়ানশ শর্মা ও অক্ষত রাই। দুজনে মিলে ২৯ রান যোগ করেন। ২২ রানে আরিয়ানশ আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে তারা।
দলীয় রান এক শো হওয়ার আগেই ৬ উইকেট হারিয়ে বসে আমিরাত। প্রতিপক্ষের টপ অর্ডার ধসিয়ে দেওয়ার কাজটা করেন মাহফুজুর রহমান রাব্বি-পারভেজ রহমান জীবনরা। লোয়ার অর্ডারের ব্যাটারদের কল্যাণে শেষ পর্যন্ত ১৬৭ রান করতে পারে স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ স্কোরার হার্দিক রাই। নয়ে নেমে ৫১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন রাব্বি ও জীবন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুরন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর রহমান শিবলি এবং জিশান আলম। উদ্বোধনী জুটিতে তাঁরা দলীয় খাতায় ৭৪ রান যোগ করেন। ৪২ রানে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান। ওপেনিং সঙ্গীকে হারালেও অন্য সতীর্থদের নিয়ে রানের চাকা সচল রাখেন শিবলি।
সতীর্থদের সঙ্গে ছোট ছোট কয়েকটি জুটি গড়ে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান শিবলি। তবে ফিফটি করার পর ৭১ রানে নিজে আউট হলে ধাক্কা খায় বাংলাদেশ। ৪০ তম ওভারে আউট হওয়ার সময় দলীয় রান ছিল ৫ উইকেটে ১৭০। একটা সময় যখন ২৫০ রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ সেটা পরে ২২৮ রানে থেমে যায়। এই সংগ্রহও আসে শেষ ব্যাটার ইকবাল হোসেন ইমনের অপরাজিত ১৮ রানের সৌজন্যে। ৪৪ রানে ৬ উইকেট নিয়ে আরব আমিরাতের সেরা বোলার ধ্রুব পরাশর।
সিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না থাকলেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
১ ঘণ্টা আগেবার্সেলোনা না ইন্টার মিলান—সেমিফাইনালের বাধা উতরে কে উঠবে ফাইনালে। বাজির দরে বার্সেলোনা ফেবারিট। উইলিয়াম হিল কিংবা বেটএমজিএম—দুই বাজিকর প্রতিষ্ঠানে বাজির দরে ইন্টারের চেয়ে ঢের এগিয়ে বার্সেলোনা...
১ ঘণ্টা আগে২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।
২ ঘণ্টা আগে২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
৩ ঘণ্টা আগে