Ajker Patrika

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৬: ০৫
পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন জয়

পাকিস্তান সফরে ‘এ’ দলের হয়ে প্রথম চার দিনের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান পায়ের কুঁচকিতে চোট পান মাহমুদুল হাসান জয়। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন এই ব্যাটার।

জয়ের চোট প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘ফিল্ডিংয়ের সময় ডান পায়ের কুঁচকিতে চোট পেয়েছেন মাহমুদুল হাসান জয়। পাকিস্তান থেকে দলের সঙ্গে থাকা ফিজিও জয়ের চোটের বিষয়ে আমাকে মেইল করেছেন। মাঠে ফিরতে তিন সপ্তাহের মতো সময় লাগবে। এখন টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে জয়ের বদলি হিসেবে কাকে পাকিস্তান পাঠাবে, নাকি পাকিস্তানে “এ” দলের স্কোয়াড থেকে বদলি হিসেবে কাউকে নেবে।’

জয় অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বিসিবি হাই পারফরম্যান্সের হয়ে চার দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে করেছিলেন দুই ফিফটি। পাশাপাশি ৫ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাকিস্তান সফরেও ধরে রেখেছেন ছন্দ। ‘এ’ দলের হয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৬৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত