Ajker Patrika

লঙ্কায় জিতেই চলেছেন বাংলাদেশের মেয়েরা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ১২
লঙ্কায় জিতেই চলেছেন বাংলাদেশের মেয়েরা

শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের জয়রথ ছুটছেই। ওয়ানডে সিরিজ জয়ের ধারাবাহিকতা বাংলাদেশের মেয়েরা ধরে রেখেছেন টি-টোয়েন্টি সিরিজেও।

পি সারা ওভালে আজ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম টি-টোয়েন্টি। ১১৩ রানের লক্ষ্য তাড়া করতে সময় লাগলও জিততে কষ্ট হয়নি বাংলাদেশের। ৭ বল হাতে রেখে ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রাবেয়া খানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

বাংলাদেশের দুই ওপেনার সাথি রানি ও শামীমা সুলতানা গড়েন ৩৭ বলে ৪০ রানের জুটি। ষষ্ঠ ওভারের শেষ বলে ভেঙেছে এই উদ্বোধনী জুটি। ২২ বলে ২০ রান করা সাথিকে ফেরান শ্রীলঙ্কার মালশা শেহানি। সাথি তাঁর ইনিংসে মেরেছেন ৩ চার। 

উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামীমা ও সোবহানার ৫৪ বলে ৫৬ রানের জুটিতেই মূলত বাংলাদেশ জয়ের পথে অনেকটা এগিয়ে যায়। ১৫তম ওভারের শেষ বলে শামীমাকে কট অ্যান্ড বোল্ড করেন থারুকা শেহানি। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন শামীমা। 

৯৬ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের রানের চাকা কিছুটা ধীরগতির হয়ে যায়। ১৭.৫ ওভারে স্কোর হয়ে যায় ৩ উইকেটে ১০৮ রান। তবে সেটা বাংলাদেশের জয়ের পথে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ১৯তম ওভারের পঞ্চম বলে মুর্শিদা খাতুন সিঙ্গেল নিলেই বাংলাদেশ নারী ‘এ’ দল পায় জয়ের স্বাদ। ৭ উইকেটে জয়ী বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার শামীমা। 
 

প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাবেয়া। প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে দুই লঙ্কান ওপেনার কৌশিনী নুথিয়াঙ্গা ও নেথমি পূর্ণা গড়েন ৭৩ বলে ৭২ রানের জুটি। এই উদ্বোধনী জুটি ভাঙার পরই খেই হারায় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে স্বাগতিকেরা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার নুথিয়াঙ্গা। ম্যাচে বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের এই লেগস্পিনার ৩ ওভারে খরচ করেন ১২ রান।

এর আগে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল।  প্রথম ওয়ানডে পানাগোডার আর্মি গ্রাউন্ডসের আউটফিল্ড ভেজা থাকায় একটা বলও খেলা হয়নি। থুর্স্টানে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ৭ উইকেটে জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কায় টানা দুই ম্যাচ জেতা বাংলাদেশের নারী ক্রিকেটাররা কালই আবার ময়দানে নামবেন। পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত