ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।
অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার ম্যাট কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। আইসিসি অনুমোদিত কোনো ল্যাবে সন্দেহজনক বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে অজি এই স্পিনারকে।
আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে কুনেমানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। সেই ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন আড্রিয়ান হোল্ডস্টক ও জোয়েল উইলসন। ক্রিস গ্যাফানি, জেফ ক্রো সেই ম্যাচে তৃতীয় আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন।
২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কুনেমানের। তবে ২০১৭ সালে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পথচলা শুরু তাঁর। ৮ বছরের ক্যারিয়ারের ক্যারিয়ারে এবারই প্রথম তাঁর বোলিং প্রশ্নবিদ্ধ হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র বলেন, ‘গলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ম্যাচ কর্মকর্তাদের প্রতিবেদনের ব্যাপারে অস্ট্রেলিয়া দল ওয়াকিবহাল। আইসিসির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে সিএ ব্যাপারটা গভীরভাবে খতিয়ে দেখবে। এই সমস্যা দূর করতে ম্যাটকে সমর্থন দিয়ে যাব। ব্যাপারটি পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যাট, ক্রিকেট অস্ট্রেলিয়া কেউ কোনো কথা বলবে না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, বোলিংয়ের সময় কোনো বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকানো যাবে না। বেশি বাঁকলেই বোলিং অ্যাকশন অবৈধ হবে। তাতে নিষিদ্ধ হবেন তিনি। পরীক্ষার ফল না আসা পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে কোনো বাধা নেই কুনেমানের। সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে অস্ট্রেলিয়া। সেই সিরিজে সর্বোচ্চ ১৬ উইকেট নিয়েছিলেন অজি এই বাঁহাতি স্পিনার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে