Ajker Patrika

বার্সার বিপক্ষে ফাইনালের আগে বড় দুঃসংবাদ রিয়ালের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৮: ০৯
বার্সার বিপক্ষে ফাইনালে শঙ্কায় ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ছবি: এএফপি
বার্সার বিপক্ষে ফাইনালে শঙ্কায় ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ছবি: এএফপি

আগামী পরশু রাতে কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ শুনেছে লস ব্লাঙ্কোস। গতকাল রাতে হেতাফের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে চোটে পড়েছে দলটির দুই খেলোয়াড়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সার বিপক্ষে ফাইনালে হয়তো খেলা হবে না ডিফেন্ডার ডেভিড আলাবা ও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার।

এরই মধ্যে কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে বাইরে রয়েছেন। নেই ফেরলান্দ মেন্দিও। আলাবা ও কামাভিঙ্গার চোট নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘মেডিকেল পরীক্ষার পরই নিশ্চিত করে কিছু বলতে পারব। দুজনই পায়ের পেশিতে চোট আক্রান্ত। যে অবস্থা, তাতে মনে হচ্ছে না তারা শনিবারের ফাইনাল খেলতে পারবে।’

ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কামাভিঙ্গার বাঁ পায়ের অ্যাবডাক্টর টেন্ডন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি।

মেন্দি, আলাবা ও কামাভিঙ্গা ছিটকে যাওয়ায় আনচেলত্তিকে লেফট ব্যাক পজিশনের জন্য ফ্রান গার্সিয়ার ওপর নির্ভর করতে হবে। ট্রেবল জয়ের আশায় থাকা বার্সাকে আসন্ন ফাইনালের জন্য ফেবারিট ভাবা হচ্ছে। লা লিগায় অক্টোবরে এই মৌসুমে রিয়ালকে ৪-০ গোলে আগেই বিধ্বস্ত করেছে তারা। তার পর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে উড়িয়ে দিয়েছে ৫-২ গোলে। তার পরেও আনচেলত্তি বলেছেন, ‘হতে পারে ওরা ফেবারিট, কিন্তু ফাইনাল ম্যাচ মানে ফাইনাল।’

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় কোপা দেল রের ফাইনাল ম্যাচ শুরু হবে। চলতি মৌসুমে দুটি এল ক্লাসিকোয় বার্সার কাছে কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল। গত অক্টোবরে লা লিগায় প্রথম লেগে ৪-০ গোলে নিজেদের মাঠে হেরেছে তারা। ৫-২ গোলে হারিয়ে সুপার কাপের শিরোপাও জিতল কাতালানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত