Ajker Patrika

এগিয়ে থেকেও হতাশার দিন শেষ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এগিয়ে থেকেও হতাশার দিন শেষ করল বাংলাদেশ

৯৫ রান নিয়ে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে স্বাগতিকেরা পিছিয়ে আছে ৮ রানে। উইকেটে আছেন দুই অপরাজিত ব্যাটার ক্রেগ ব্রাথওয়েট ও এনক্রুমা বোনার। তৃতীয় উইকেট জুটিতে ২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তাঁরা।

মধ্যহ্নভোজের বিরতির পর ৭.৫ ওভার খেলে ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে এই সেশনে বাংলাদেশকে হতাশ করেন দুই ক্যারিবীয় ওপেনার। ধৈর্যের চুড়ান্ত পরীক্ষা দেন অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট আর জন ক্যাম্পবেল। দুজনের বীরত্বে ১৫ ওভার ব্যাটিং করে ১৫ রান নিয়ে চা-বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। 

দারুণ বোলিং করে উইকেট না পাওয়ার হতাশায় পুড়তে হয় বাংলাদেশ বোলারদের। তবে দিনের শেষ সেশনে দুই উইকেট নিতে পারে বাংলাদেশ। ক্যাম্পবেলকে বোল্ড করে ফেরান মোস্তাফিজুর রহমান। ৭২ বলের ইনিংসে ২৪ রান করেন এ ওপেনার। তিনে নামা রেমান রেইফারকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করেন ইবাদত হোসেন। ২৬ বলে ২ চারে ১১ রান করেন রেইফার।

তবে ফিল্ডিংয়ের ব্যর্থতায় নাড়ানো যায়নি ব্রাথওয়েটকে। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে টিকে আছেন ক্যারিবীয় অধিনায়ক। মোস্তাফিজুর রহমানের বলে সেকেন্ড স্লিপে লিটন দাসের হাতে দুইবার ও মুমিনুল হকের হাতে একবার আউট হতে হতে বেঁচে যান ব্রাথওয়েট। ১৪৯ বলে ৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন তিনি। তাঁর সঙ্গী বোনার অপরাজিত আছেন ১২ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ, জনতা ব্যাংকের ম্যানেজার জেলহাজতে

৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

মেট্রোরেলের সময় বাড়ল: আজ থেকে নতুন সূচি, ট্রিপ বাড়ল ৭টি

টিকটকে প্রেম, বিয়ের প্রতিশ্রুতিতে রাঙামাটিতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত