দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
দুঃসময় যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—গত দুই মাসে তিন সংস্করণেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। হতশ্রী পারফরম্যান্সের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকেও দুঃসংবাদ শুনল এশিয়ার দলটি।
শারজায় গতকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ১০ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানরা ২-১ ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা অদলবদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে। বাংলাদেশের যখন অবনতি, তখন উন্নতি হয়েছে আফগানিস্তানের। এক ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছে আফগানরা।
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের সেটা ছিল ৮৪। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর হাশমাতুল্লাহ শাহিদী, মোহাম্মদ নবী, রশিদ খানদের নিয়ে গড়া আফগানদের পয়েন্ট হয়েছে ৮৫। সমান ৮৫ পয়েন্ট বাংলাদেশেরও। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ায় নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের দল এখন ৯ নম্বরে অবস্থান করছে।
আইসিসির সদ্য হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা দশে পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গা পরিবর্তন।১১৮ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দুই ও তিনে থাকা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের রেটিং ১১৩ ও ১০৯। দশে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৫। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই হবে সেন্ট কিটসে।
পাকিস্তানকে আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছিল। ভারতের কাছে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার কাছে ২ টেস্টের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও হারে বাংলাদেশ। যেখানে শারজায় গত ৬ নভেম্বর ২৩ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৯ নভেম্বর আফগানদের ৬৮ রানে হারিয়ে সমতায় ফেরে শান্ত-মিরাজদের বাংলাদেশ। তবে গতকাল শেষ ওয়ানডের আগে শান্ত ছিটকে গেলে নেতৃত্বের গুরুদায়িত্ব পড়ে মিরাজের কাঁধে। বাংলাদেশ হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিষেকে মিরাজ ভালো করেছেন।
আরও পড়ুন:
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
২ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
২ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
২ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
৩ ঘণ্টা আগে