Ajker Patrika

ফিরেছেন মারুফা-নাহিদা, আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে খেলতে পারেননি নাহিদা আক্তার ও মারুফা আক্তার। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১০ উইকেটে। এই দুই বোলার আজ শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন।

কলম্বোয় ২ অক্টোবর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ এরপর টানা চার ম্যাচ হেরেছে। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশকে এখন হাতে থাকা দুটি ম্যাচ জিততে হবে। যার মধ্যে একটি আজ শ্রীলঙ্কার বিপক্ষে। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু।

লঙ্কানদের বিপক্ষে একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। নাহিদা ও মারুফা ফেরায় ফাহিমা খাতুন ও ফারিহা ইসলাম তৃষ্ণা বাদ পড়েছেন। জ্যোতি একই সঙ্গে অধিনায়ক ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। টপ অর্ডারে আছেন রুবিয়া হায়দার ঝিলিক, ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। স্পিন বোলিং লাইনআপে নাহিদার সঙ্গে আছেন নিশিতা আক্তার নিশি ও লেগস্পিনার স্বর্ণা আক্তার। স্বর্ণা শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মারুফার সঙ্গে পেস আক্রমণে আছেন রিতু মনি।

শ্রীলঙ্কা আজ তাদের একাদশে এক পরিবর্তন এনেছে। পিউমি ওয়াথশালার পরিবর্তে এসেছেন উদেশিকা প্রবোধনি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে যে হারবে, সে সমীকরণের হিসাব থেকে বাদ পড়বে। লিগ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ ভারত। ২৬ অক্টোবর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে বাংলাদেশ-ভারত ম্যাচ।

বাংলাদেশের একাদশ

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি

শ্রীলঙ্কার একাদশ

চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, ভিশ্মি গুনারত্নে, হারশিতা সামারাবিক্রমা, কাভিশা দিলহারি, নিলাক্ষিকা সিলভা, আনুষ্কা সঞ্জীবনী (উইকেটরক্ষক), উদেশিকা প্রবোধনি, ওয়াথশালা, সুগন্দিকা কুমারী, মালকি মাদারা, আইনোকা রনভীরা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত