Ajker Patrika

এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের পরের সভায় 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ মে ২০২৩, ১৫: ৩১
Thumbnail image

এশিয়া কাপ আয়োজন নিয়ে কাটছে না ধোঁয়াশা। পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভেন্যু নিয়ে ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে কথার লড়াই। এবার জানা গেল, এশিয়া কাপ আয়োজন নিয়ে সমস্যার সমাধান হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভায়। 

২৭ মে হবে বিসিসিআইয়ের সাধারণ সভা (এসজিএম)। ইনসাইড স্পোর্ট জানিয়েছে, এশিয়া কাপ আয়োজন নিয়ে অচলাবস্থার সমাধান হতে পারে এই সভায়। এশিয়া কাপের ভেন্যুর কথাও জানা যেতে পারে, যেখানে পিসিবি ভারতকে এক ‘হাইব্রিড মডেলের’ প্রস্তাব দিয়েছিল—আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে যেমন: সংযুক্ত আরব আমিরাত। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে এ ব্যাপারে বলেন, ‘আমি এখনো এই প্রস্তাব দেখিনি। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে একটুও নড়ব না। নিরপেক্ষ ভেন্যুতে টুর্নামেন্ট হোক, এটাই চাওয়া। তবে তা সংযুক্ত আরব আমিরাত নয়। সেখানে যে পরিমাণ গরম, তাতে চোটের আশঙ্কা থাকে। আমরা কোনো ঝুঁকি নেব না। টুর্নামেন্ট আয়োজনের জন্য শ্রীলঙ্কা সবচেয়ে ভালো। এখন পর্যন্ত আমরা বয়কটের সিদ্ধান্ত নিইনি। আগে পরিস্থিতি বুঝে তারপর সিদ্ধান্ত নেব।’ 

এ সভায় চূড়ান্ত হতে পারে ২০২৩ বিশ্বকাপের সূচিও। কয়েক মাস আগে জানা গিয়েছিল, টুর্নামেন্ট শুরু হতে পারে ৫ অক্টোবর এবং ফাইনাল ১৯ নভেম্বর। পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। ২০১৯ বিশ্বকাপের আদলেই হবে ২০২৩ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে হবে ৪৮ ম্যাচ। বিশ্বকাপ আয়োজন করতে কমপক্ষে ১২টি স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করেছে বিসিসিআই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়াও এই তালিকায় আছে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত