ক্রীড়া ডেস্ক
নতুন অনুশীলন জার্সিতে দেশে ও দুবাইয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফির মূল ম্যাচের আগে কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ এই টুর্নামেন্টের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব সময়ের মতো বাংলাদেশের জার্সিতে এবারও প্রাধান্য পেয়েছে লাল-সবুজ। বুকের ডান পাশে ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-পাকিস্তান’-এর লোগো আর বাঁ পাশে ধারণ করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগো। দুই হাতায় লাল-সবুজের মিশ্রণ। বিসিবি সূত্রে জানা গেছে, গাঢ় সবুজে শ্যামল বাংলার চিরায়ত রূপ, রক্ত লালে জেগে ওঠার শক্তি। আর আমাদের শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারও রয়েছে জার্সির সামনের অংশে নিচের দিকে। সঙ্গে বাংলাদেশের সবুজের প্রতীক ঘাস ও লতাপাতা শোভা পেয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রঙে এবার পার্থক্য আছে। রক্তাক্ত লাল, গাঢ় সবুজ। আরও উজ্জীবিত করার মতো রঙের সমন্বয়। বাঘ নিজের জায়গা থেকে বেরিয়ে আসছে। আত্মবিশ্বাসী, শক্তি এবং নির্ভার প্রতিচ্ছবি ফুটে উঠেছে বাঘের মধ্যে। যে চরিত্র আমরা আমাদের দলের মধ্যে দেখে থাকি।’
অতীতে জার্সি নিয়ে বিসিবি খুব একটা সুনাম কুড়াতে পারেনি। ফাহিম বললেন, ‘জার্সিটা সবার পছন্দ হলে দলেও সেটির ইতিবাচক প্রভাব পড়ে। দল সবার পছন্দের কিছু একটা পরে খেলছে বড় টুর্নামেন্টে, এটা খুব জরুরি।’
জার্সি উন্মোচনের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে বিসিবি। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির ক্রিকেটারদের উপস্থিতি রেখেছে বিসিবি। ভিডিওর শুরুতেই সূর্যের দিকে তাকিয়ে ব্যাট উঁচু করে দাঁড়িয়ে আছেন অধিনায়ক শান্ত। তারপরই দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাট নিয়ে বসে আছেন। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমদেরা নতুন জার্সি পরে তোপ দাগানোর অপেক্ষায়। ঘূর্ণি জাদু দেখাতে রিশাদ হোসেনকে দেখা যায় হাত পাকিয়ে নিতে।
নতুন অনুশীলন জার্সিতে দেশে ও দুবাইয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফির মূল ম্যাচের আগে কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ এই টুর্নামেন্টের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব সময়ের মতো বাংলাদেশের জার্সিতে এবারও প্রাধান্য পেয়েছে লাল-সবুজ। বুকের ডান পাশে ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-পাকিস্তান’-এর লোগো আর বাঁ পাশে ধারণ করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগো। দুই হাতায় লাল-সবুজের মিশ্রণ। বিসিবি সূত্রে জানা গেছে, গাঢ় সবুজে শ্যামল বাংলার চিরায়ত রূপ, রক্ত লালে জেগে ওঠার শক্তি। আর আমাদের শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারও রয়েছে জার্সির সামনের অংশে নিচের দিকে। সঙ্গে বাংলাদেশের সবুজের প্রতীক ঘাস ও লতাপাতা শোভা পেয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রঙে এবার পার্থক্য আছে। রক্তাক্ত লাল, গাঢ় সবুজ। আরও উজ্জীবিত করার মতো রঙের সমন্বয়। বাঘ নিজের জায়গা থেকে বেরিয়ে আসছে। আত্মবিশ্বাসী, শক্তি এবং নির্ভার প্রতিচ্ছবি ফুটে উঠেছে বাঘের মধ্যে। যে চরিত্র আমরা আমাদের দলের মধ্যে দেখে থাকি।’
অতীতে জার্সি নিয়ে বিসিবি খুব একটা সুনাম কুড়াতে পারেনি। ফাহিম বললেন, ‘জার্সিটা সবার পছন্দ হলে দলেও সেটির ইতিবাচক প্রভাব পড়ে। দল সবার পছন্দের কিছু একটা পরে খেলছে বড় টুর্নামেন্টে, এটা খুব জরুরি।’
জার্সি উন্মোচনের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে বিসিবি। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির ক্রিকেটারদের উপস্থিতি রেখেছে বিসিবি। ভিডিওর শুরুতেই সূর্যের দিকে তাকিয়ে ব্যাট উঁচু করে দাঁড়িয়ে আছেন অধিনায়ক শান্ত। তারপরই দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাট নিয়ে বসে আছেন। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমদেরা নতুন জার্সি পরে তোপ দাগানোর অপেক্ষায়। ঘূর্ণি জাদু দেখাতে রিশাদ হোসেনকে দেখা যায় হাত পাকিয়ে নিতে।
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
২ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে