Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের জার্সিতে কী কী ফুটিয়ে তুলেছে বিসিবি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৩৬
নতুন জার্সিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি
নতুন জার্সিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ছবি: বিসিবি

নতুন অনুশীলন জার্সিতে দেশে ও দুবাইয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। চ্যাম্পিয়নস ট্রফির মূল ম্যাচের আগে কাল পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে আজ এই টুর্নামেন্টের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সব সময়ের মতো বাংলাদেশের জার্সিতে এবারও প্রাধান্য পেয়েছে লাল-সবুজ। বুকের ডান পাশে ‘চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-পাকিস্তান’-এর লোগো আর বাঁ পাশে ধারণ করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোগো। দুই হাতায় লাল-সবুজের মিশ্রণ। বিসিবি সূত্রে জানা গেছে, গাঢ় সবুজে শ্যামল বাংলার চিরায়ত রূপ, রক্ত লালে জেগে ওঠার শক্তি। আর আমাদের শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারও রয়েছে জার্সির সামনের অংশে নিচের দিকে। সঙ্গে বাংলাদেশের সবুজের প্রতীক ঘাস ও লতাপাতা শোভা পেয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘রঙে এবার পার্থক্য আছে। রক্তাক্ত লাল, গাঢ় সবুজ। আরও উজ্জীবিত করার মতো রঙের সমন্বয়। বাঘ নিজের জায়গা থেকে বেরিয়ে আসছে। আত্মবিশ্বাসী, শক্তি এবং নির্ভার প্রতিচ্ছবি ফুটে উঠেছে বাঘের মধ্যে। যে চরিত্র আমরা আমাদের দলের মধ্যে দেখে থাকি।’

অতীতে জার্সি নিয়ে বিসিবি খুব একটা সুনাম কুড়াতে পারেনি। ফাহিম বললেন, ‘জার্সিটা সবার পছন্দ হলে দলেও সেটির ইতিবাচক প্রভাব পড়ে। দল সবার পছন্দের কিছু একটা পরে খেলছে বড় টুর্নামেন্টে, এটা খুব জরুরি।’

জার্সি উন্মোচনের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে বিসিবি। ১ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিওতে চ্যাম্পিয়নস ট্রফির ক্রিকেটারদের উপস্থিতি রেখেছে বিসিবি। ভিডিওর শুরুতেই সূর্যের দিকে তাকিয়ে ব্যাট উঁচু করে দাঁড়িয়ে আছেন অধিনায়ক শান্ত। তারপরই দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাট নিয়ে বসে আছেন। মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমদেরা নতুন জার্সি পরে তোপ দাগানোর অপেক্ষায়। ঘূর্ণি জাদু দেখাতে রিশাদ হোসেনকে দেখা যায় হাত পাকিয়ে নিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নেওয়া ‘নাম না শোনা’ বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি কারা

মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার, লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া

জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব পাঁচ স্থানীয় নির্বাচন

একই এলাকায় ৫ চরমপন্থী নেতাকে হত্যা করেছিলেন জাসদ গণবাহিনীর এই কালু

২৯ মিলিয়ন ডলার নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান, যার নাম শোনেনি কেউ: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত