ক্রীড়া ডেস্ক
প্রথম ম্যাচে ১৯১ রান করেই জিতেছিল বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে পরের ম্যাচে হারলেও বাংলাদেশ দল দু শ ছাড়িয়ে তুলেছিল ২০৫ রান। সিরিজ জিততে সিরিজের অলিখিত ফাইনালে যখন আরও বড় স্কোরের দরকার, তখনই ব্যাটিংয়ে সেই পুরোনো ভূত। ব্যাটিং লাইনের হুড়মুড়িয়ে ভেঙে পড়া। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ৪০ রান করলেও এক পর্যায়ে বাংলাদেশ ৫৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। তবে শেষ দিকে জাকের আলী ও হাসান মাহমুদের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ দেড় শও ছাড়িয়ে ৯ উইকেটে তোলে ১৬২ রান।
আগের দুই ম্যাচের মতো এদিনও টসে হেরেছে বাংলাদেশ। ব্যতিক্রম ওই একটা জায়গায়, আরব আমিরাতের বোলারদের সামনে এদিন সেভাবে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। আর এর কৃতিত্ব যতটা না আমিরাতের বোলারদের, তার চেয়ে বেশি দায় সফরকারী ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটারদের!
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন এদিন ফিরেছেন কোনো রান না করেই। প্রথম ওভারের ৬ বলে ফেস করে ১০ রান তুলেছিলেন তানজিদ। পরের ওভারের প্রথম বলেই আউট ইমন। স্পিনার ধ্রুব পরাশকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন লং অফে।
প্রথম ম্যাচে ১০ রানে প্রথম উইকেট হারিয়েও দু শর কাছাকাছি রান তুলেছিল দল। সে হিসেবে তখনো ভাবা যায়নি এতটা খারাপ করবে বাংলাদেশ। কিন্তু ইমনকে হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলের বিপদ বাড়িয়ে সাঝঘরে ফেরেন অধিনায়ক লিটন দাস। বলের মেরিট বুঝে না প্যাডল সুইপ খেলার মাশুল দিয়েছেন তিনি। হায়দার আলির অফ স্টাম্পের বাইরের বলে এ শট খেলতে গিয়ে হয়েছেন এলবিডব্লিউ। লিটনের রান তখন ১৪, বাংলাদেশের ৩১।
হায়দারের ওই ওভারেই দলের বিপদ বাড়িয়ে ব্যক্তিগত রানের খাতা না খুলে ফিরে যান তাওহীদ হৃদয় (০)। এরপর মেহেদী হাসানও (২) বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৯।
দলের এই বিপদের মধ্যেও এক প্রান্ত ধরে রেখে রানের চাকা সচল রেখেছিলেন ওপেনার তানজিদ। মাঝখানে দুই বলে টানা দুটি ছক্কা মারেন তিনি। পরাশের করা সেই ওভারে আসে ১৬ রানও। কিন্তু ইনিংসের সপ্তম ওভারে ব্যক্তিগত ৪০ রান করে ফিরে যান তানজিদ। আকিফ রাজার বলে বোল্ড হয়ে। ৪ চার ও চার ছক্কায় ১৮ বলে ৪০ রান করেন তিনি। স্ট্রাইকরেটা ২২২.২২।
তানজিমের বিদায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫৭ /৫। এরপর একটা শঙ্কা ভর করে মনে—বাংলাদেশের দলীয় সেঞ্চুরি হবে তো! শেষ পর্যন্ত সেটি হয়েছে, বাংলাদেশ তুলেছে ১৬২ রান। আর সেটা সম্ভব হয়েছে জাকের আলী ও দশ নম্বরে ব্যাটিংয়ে নামা হাসান মাহমুদের কল্যাণে। স্রোতের বিপরীতে দাঁড়িয়েও জাকের বুক চিতিয়ে লড়াই করেছেন, ১ টি চার ও ৩টি ছয়ে ৩৩ বলে করেছেন ৪১ রান। আর হাসান মাহমুদ ৩টি চারে ১৫ বলে করেছেন অপরাজিত ২৬। শেষ উইকেট জুটিতে হাসান ও শরীফুল (১৬*) ১২ বলে যোগ করেন ৩৪ রান। শেষ পাঁচ ওভারে আসে ৬৪ রান।
বাংলাদেশ ইনিংসের সংক্ষিপ্ত স্কোর না দিয়ে ইনিংসটাকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা যায় এভাবে—দুই অঙ্কের রান করেছেন: তানজিদ, লিটন, জাকের, হাসান ও শরীফুল, কোনো রান করেননি: ইমন, হৃদয় ও রিশাদ, বাকি ব্যাটাররা দুই অঙ্ক ছোঁয়ার আগেই আউট! ৩ উইকেট নিয়েছেন হায়দার, ২টি করে মাতিউল্লাহ ও সাগির।
প্রথম ম্যাচে ১৯১ রান করেই জিতেছিল বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে পরের ম্যাচে হারলেও বাংলাদেশ দল দু শ ছাড়িয়ে তুলেছিল ২০৫ রান। সিরিজ জিততে সিরিজের অলিখিত ফাইনালে যখন আরও বড় স্কোরের দরকার, তখনই ব্যাটিংয়ে সেই পুরোনো ভূত। ব্যাটিং লাইনের হুড়মুড়িয়ে ভেঙে পড়া। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ৪০ রান করলেও এক পর্যায়ে বাংলাদেশ ৫৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। তবে শেষ দিকে জাকের আলী ও হাসান মাহমুদের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ দেড় শও ছাড়িয়ে ৯ উইকেটে তোলে ১৬২ রান।
আগের দুই ম্যাচের মতো এদিনও টসে হেরেছে বাংলাদেশ। ব্যতিক্রম ওই একটা জায়গায়, আরব আমিরাতের বোলারদের সামনে এদিন সেভাবে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের ব্যাটাররা। আর এর কৃতিত্ব যতটা না আমিরাতের বোলারদের, তার চেয়ে বেশি দায় সফরকারী ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটারদের!
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন এদিন ফিরেছেন কোনো রান না করেই। প্রথম ওভারের ৬ বলে ফেস করে ১০ রান তুলেছিলেন তানজিদ। পরের ওভারের প্রথম বলেই আউট ইমন। স্পিনার ধ্রুব পরাশকে তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন লং অফে।
প্রথম ম্যাচে ১০ রানে প্রথম উইকেট হারিয়েও দু শর কাছাকাছি রান তুলেছিল দল। সে হিসেবে তখনো ভাবা যায়নি এতটা খারাপ করবে বাংলাদেশ। কিন্তু ইমনকে হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দলের বিপদ বাড়িয়ে সাঝঘরে ফেরেন অধিনায়ক লিটন দাস। বলের মেরিট বুঝে না প্যাডল সুইপ খেলার মাশুল দিয়েছেন তিনি। হায়দার আলির অফ স্টাম্পের বাইরের বলে এ শট খেলতে গিয়ে হয়েছেন এলবিডব্লিউ। লিটনের রান তখন ১৪, বাংলাদেশের ৩১।
হায়দারের ওই ওভারেই দলের বিপদ বাড়িয়ে ব্যক্তিগত রানের খাতা না খুলে ফিরে যান তাওহীদ হৃদয় (০)। এরপর মেহেদী হাসানও (২) বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৯।
দলের এই বিপদের মধ্যেও এক প্রান্ত ধরে রেখে রানের চাকা সচল রেখেছিলেন ওপেনার তানজিদ। মাঝখানে দুই বলে টানা দুটি ছক্কা মারেন তিনি। পরাশের করা সেই ওভারে আসে ১৬ রানও। কিন্তু ইনিংসের সপ্তম ওভারে ব্যক্তিগত ৪০ রান করে ফিরে যান তানজিদ। আকিফ রাজার বলে বোল্ড হয়ে। ৪ চার ও চার ছক্কায় ১৮ বলে ৪০ রান করেন তিনি। স্ট্রাইকরেটা ২২২.২২।
তানজিমের বিদায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫৭ /৫। এরপর একটা শঙ্কা ভর করে মনে—বাংলাদেশের দলীয় সেঞ্চুরি হবে তো! শেষ পর্যন্ত সেটি হয়েছে, বাংলাদেশ তুলেছে ১৬২ রান। আর সেটা সম্ভব হয়েছে জাকের আলী ও দশ নম্বরে ব্যাটিংয়ে নামা হাসান মাহমুদের কল্যাণে। স্রোতের বিপরীতে দাঁড়িয়েও জাকের বুক চিতিয়ে লড়াই করেছেন, ১ টি চার ও ৩টি ছয়ে ৩৩ বলে করেছেন ৪১ রান। আর হাসান মাহমুদ ৩টি চারে ১৫ বলে করেছেন অপরাজিত ২৬। শেষ উইকেট জুটিতে হাসান ও শরীফুল (১৬*) ১২ বলে যোগ করেন ৩৪ রান। শেষ পাঁচ ওভারে আসে ৬৪ রান।
বাংলাদেশ ইনিংসের সংক্ষিপ্ত স্কোর না দিয়ে ইনিংসটাকে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা যায় এভাবে—দুই অঙ্কের রান করেছেন: তানজিদ, লিটন, জাকের, হাসান ও শরীফুল, কোনো রান করেননি: ইমন, হৃদয় ও রিশাদ, বাকি ব্যাটাররা দুই অঙ্ক ছোঁয়ার আগেই আউট! ৩ উইকেট নিয়েছেন হায়দার, ২টি করে মাতিউল্লাহ ও সাগির।
ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
২৩ মিনিট আগেবিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
২ ঘণ্টা আগেফরাসি প্রসিকিউটররা প্যারিস সেন্ট-জার্মেইয়ের তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বিচার শুরু করার আহ্বান জানিয়েছেন। ২০২৩ সালে এক নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তবে মরক্কোর এই ডিফেন্ডার অভিযোগটি অস্বীকার করেছেন।
৩ ঘণ্টা আগেশৃঙ্খলাভঙ্গের অভিযোগে লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপের বাকি অংশ থেকে বহিষ্কার করেছে আয়োজক কমিটি। পাশাপাশি জরিমানা গুনতে হচ্ছে ইন্টার মায়ামিকে। কত ডলার অর্থদণ্ড দেওয়া হয়েছে সেটি অবশ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে