অ্যান্টিগা, সেন্ট লুসিয়া, ডমিনিকার পর গায়ানা—ওয়েস্ট ইন্ডিজ সফরে ভেন্যু বদলালেও বাংলাদেশের ভাগ্য আর বদলাল না।
টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে হারল বাংলাদেশ। প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাসদের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ৫ উইকেট আর ১০ বল অক্ষত রেখে পেরিয়ে গেছে স্বাগতিকেরা।
অথচ প্রভিডেন্সের উইকেট ছিল সম্পূর্ণ ব্যাটিং সহায়ক। সেখানে ১৬৩ রান মাঝারি পুঁজির মতোই। বোলাররা শুরুতে আশা জাগালেও নিকোলাস পুরান আর কাইল মেয়ার্সের দারুণ ব্যাটিংয়ে মিইয়ে যায় সব সম্ভাবনা।
সিরিজ হারের পর আরেকটু বড় স্কোরের অভাব হাড়ে হাড়ে টের পায় বাংলাদেশ। দলে পুরানের মতো (৩৯ বলে অপরাজিত ৭৪) পাওয়ার হিটার থাকলে হয়তো বড় হতে পারত বাংলাদেশের ইনিংসও। দিন শেষে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়া লিটন দাস তাই ব্যাটারদেরই দুষলেন।
১ রানের জন্য ফিফটি মিস করা লিটন বললেন, ‘সাকিব ভাই ছাড়া আমরা খুব একটা ভালো ব্যাটিং করিনি। প্রথম ম্যাচেও না, দ্বিতীয় ম্যাচেও না। আমি, বিজয় ভাই বা মুনিম যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারতাম, হয়তো পেছনের দিকের ব্যাটাররা মন খুলে খেলতে পারত।’
বোলাররা যে আহামরি কিছু করেছেন তা-ও নয়। ডমিনিকায় তাসকিন, সাকিব, শরীফুল, মোস্তাফিজরা বেদম পিটুনি খেয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে তাসকিন তো শেষ ম্যাচের দলে জায়গাই হারিয়েছেন। তাঁর জায়গায় একাদশে ঢোকা নাসুম আহমেদ দুটি উইকেট পেলেও ছিলেন ব্যয়বহুল। শরীফুল-মোস্তাফিজদেরও কোনো উন্নতি নেই।
সতীর্থ বোলারদের ব্যর্থতায় অবশ্য ভিন্ন সমস্যা দেখছেন লিটন, ‘আজকের (গত রাতের) ম্যাচে বোলারদের এক্সিকিউশনে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের জায়গায় ঠিকঠাক বল করতে পারেনি। পুরান ও মেয়ার্সকে কৃতিত্ব দিতে হবে। ওরা ভালো ব্যাটিং করেছে। অনেক ভালো বলেও চার-ছক্কা মেরেছে। ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা পারি না। এটা ওদের ইতিবাচক দিক। আমাদের বোলারদের মনে সব সময় একটা জিনিস কাজ করছিল—একটু উনিশ-বিশ হলেই উইন্ডিজ ব্যাটাররা মেরে দিতে (বড় শট খেলতে) পারে।’
ক্যারিবিয়ানদের শারীরিক সক্ষমতা তাঁদের অনেক এগিয়ে রেখেছে বলে মত লিটনের, ‘ওরা জিনগতভাবে প্রচণ্ড শক্তিশালী, যেটা আমি বা আমাদের দলের কেউই না। ওরা চাইলেই বড় মাঠেও ছক্কা মেরে দিতে পারে। আমাদের সেই সক্ষমতা নেই। আমরা চার মেরে রান বাড়ানোর চেষ্টা করি, ওরা ছক্কা মেরে। এটাই পার্থক্য গড়ে দেয়।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। সেখানকার বাউন্ডারি আরও বড়। ছক্কা মারতে গিয়ে ফিল্ডারদের হাতে ধরা পড়ার শঙ্কা তাই আরও বেড়ে যাবে। লিটন মনে করেন, শিগগিরই ব্যাটিংয়ে উন্নতি করতে না পারলে বিশ্বকাপে ভুগতে হবে তাঁদের, ‘বিশ্বকাপে ভালো দলগুলোর থেকে আমরা অনেক পিছিয়ে থাকব। অনেক কিছু নিয়ে কাজ করার আছে। টি-টোয়েন্টিকে স্কিল, টেকনিক, ট্যাকটিকসের খেলা বলা হলেও পাওয়ার হিটিংটা খুব দরকার।’
অ্যান্টিগা, সেন্ট লুসিয়া, ডমিনিকার পর গায়ানা—ওয়েস্ট ইন্ডিজ সফরে ভেন্যু বদলালেও বাংলাদেশের ভাগ্য আর বদলাল না।
টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও ২-০ ব্যবধানে হারল বাংলাদেশ। প্রভিডেন্স স্টেডিয়ামে গত রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাসদের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য ৫ উইকেট আর ১০ বল অক্ষত রেখে পেরিয়ে গেছে স্বাগতিকেরা।
অথচ প্রভিডেন্সের উইকেট ছিল সম্পূর্ণ ব্যাটিং সহায়ক। সেখানে ১৬৩ রান মাঝারি পুঁজির মতোই। বোলাররা শুরুতে আশা জাগালেও নিকোলাস পুরান আর কাইল মেয়ার্সের দারুণ ব্যাটিংয়ে মিইয়ে যায় সব সম্ভাবনা।
সিরিজ হারের পর আরেকটু বড় স্কোরের অভাব হাড়ে হাড়ে টের পায় বাংলাদেশ। দলে পুরানের মতো (৩৯ বলে অপরাজিত ৭৪) পাওয়ার হিটার থাকলে হয়তো বড় হতে পারত বাংলাদেশের ইনিংসও। দিন শেষে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়া লিটন দাস তাই ব্যাটারদেরই দুষলেন।
১ রানের জন্য ফিফটি মিস করা লিটন বললেন, ‘সাকিব ভাই ছাড়া আমরা খুব একটা ভালো ব্যাটিং করিনি। প্রথম ম্যাচেও না, দ্বিতীয় ম্যাচেও না। আমি, বিজয় ভাই বা মুনিম যদি ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারতাম, হয়তো পেছনের দিকের ব্যাটাররা মন খুলে খেলতে পারত।’
বোলাররা যে আহামরি কিছু করেছেন তা-ও নয়। ডমিনিকায় তাসকিন, সাকিব, শরীফুল, মোস্তাফিজরা বেদম পিটুনি খেয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সবচেয়ে খরুচে তাসকিন তো শেষ ম্যাচের দলে জায়গাই হারিয়েছেন। তাঁর জায়গায় একাদশে ঢোকা নাসুম আহমেদ দুটি উইকেট পেলেও ছিলেন ব্যয়বহুল। শরীফুল-মোস্তাফিজদেরও কোনো উন্নতি নেই।
সতীর্থ বোলারদের ব্যর্থতায় অবশ্য ভিন্ন সমস্যা দেখছেন লিটন, ‘আজকের (গত রাতের) ম্যাচে বোলারদের এক্সিকিউশনে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের জায়গায় ঠিকঠাক বল করতে পারেনি। পুরান ও মেয়ার্সকে কৃতিত্ব দিতে হবে। ওরা ভালো ব্যাটিং করেছে। অনেক ভালো বলেও চার-ছক্কা মেরেছে। ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা পারি না। এটা ওদের ইতিবাচক দিক। আমাদের বোলারদের মনে সব সময় একটা জিনিস কাজ করছিল—একটু উনিশ-বিশ হলেই উইন্ডিজ ব্যাটাররা মেরে দিতে (বড় শট খেলতে) পারে।’
ক্যারিবিয়ানদের শারীরিক সক্ষমতা তাঁদের অনেক এগিয়ে রেখেছে বলে মত লিটনের, ‘ওরা জিনগতভাবে প্রচণ্ড শক্তিশালী, যেটা আমি বা আমাদের দলের কেউই না। ওরা চাইলেই বড় মাঠেও ছক্কা মেরে দিতে পারে। আমাদের সেই সক্ষমতা নেই। আমরা চার মেরে রান বাড়ানোর চেষ্টা করি, ওরা ছক্কা মেরে। এটাই পার্থক্য গড়ে দেয়।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। সেখানকার বাউন্ডারি আরও বড়। ছক্কা মারতে গিয়ে ফিল্ডারদের হাতে ধরা পড়ার শঙ্কা তাই আরও বেড়ে যাবে। লিটন মনে করেন, শিগগিরই ব্যাটিংয়ে উন্নতি করতে না পারলে বিশ্বকাপে ভুগতে হবে তাঁদের, ‘বিশ্বকাপে ভালো দলগুলোর থেকে আমরা অনেক পিছিয়ে থাকব। অনেক কিছু নিয়ে কাজ করার আছে। টি-টোয়েন্টিকে স্কিল, টেকনিক, ট্যাকটিকসের খেলা বলা হলেও পাওয়ার হিটিংটা খুব দরকার।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে