Ajker Patrika

নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর আইসিসির শাস্তিও পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৬: ২৯
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতেই আইসিসির শাস্তি পেয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডেতেই আইসিসির শাস্তি পেয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

নিউজিল্যান্ড সিরিজটা পাকিস্তানের কেটেছে দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান ওয়ানডে সিরিজে হয়েছে ধবলধোলাই। এই সিরিজেই পাকিস্তানকে হ্যাটট্রিক শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

তিন ওয়ানডের তিনটিতেই স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে সেটা নিশ্চিত করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। পাকিস্তান এক ওভার কম বোলিং করেছিল। সেই ম্যাচের মাঠের আম্পায়ার ক্রিস ব্রাউন ও পল রাইফেল, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস, তৃতীয় আম্পায়ার পল রাইফেল এবং চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন অভিযোগ এনেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। পাকিস্তান অধিনায়ক রিজওয়ান দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

মাউন্ট মঙ্গানুইয়ে পরশু সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তান নেমেছিল ধবলধোলাই এড়ানোর মিশনে। বাজে আউটফিল্ডের কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪২ ওভারে নিয়ে আসা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২৬৪ রান। জয়ের লক্ষ্যে নামা পাকিস্তান ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায়। ৪৩ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ ও ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজ মিলিয়ে ৮ ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে কেবল ১ ম্যাচ। সেই জয় এসেছে কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত