Ajker Patrika

বিসিবির ‘সিইও’ নয়, ‘প্রেসিডেন্ট’ হতে চান সাকিব

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪: ৫৪
বিসিবির ‘সিইও’ নয়, ‘প্রেসিডেন্ট’ হতে চান সাকিব

দায়িত্ব পেলে দুই মাসেই বিপিএলের মতো টুর্নামেন্টের খোলনলচে বদলে দেবেন। টুর্নামেন্ট শুরুর কদিন আগে এমন কথাই জানিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পক্ষে-বিপক্ষে মতপার্থক্য থাকলেও সাকিবের সমালোচনা যে ঠিক ছিল, সে কথাও উঠে এসেছে বিভিন্নজনের কথায়। এবার সাকিব আল হাসান জানালেন, সুযোগ থাকলে সিইও নয়, বিসিবির প্রেসিডেন্টই হতে চান তিনি। 

স্কয়ার কনজ্যুমারের ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে রাজধানীর একটি হোটেলে উপস্থিত হয়েছিলেন সাকিব। সেখানেই বিভিন্ন প্রশ্নে জর্জরিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই মুখপাত্র। এক ভক্তের করা প্রশ্ন ছিল সাকিবের প্রতি—বিসিবি যদি প্রস্তাব দেয়, সিইও হতে চান কি না? তখন হাসতে হাসতেই উত্তর দেন সাকিব, ‘হলে তো বিসিবির প্রেসিডেন্ট হওয়াই ভালো।’ সাকিবের উত্তরে হলভর্তি ভক্তরা তালি দিয়ে সাধুবাদ জানান। যেন সাকিবের বিসিবির সভাপতি হওয়ার আকাঙ্ক্ষায় উপস্থিত ভক্তদের সায় আছে। 

একজন ভক্তের প্রশ্ন ছিল ক্রিকেটে নিজের সেরা মুহূর্ত কোনটা জানতে চেয়ে। এ সময় দলের সব জয়ই সেরা মুহূর্ত উল্লেখ করে সাকিব বলেন, ‘যখন আমরা জিতি। প্রতিটি ম্যাচই সেরা মুহূর্ত ড্রেসিংরুমে। ড্রেসিংরুমের পরিবেশ অনেক ভালো থাকে। ২০০৭ সালে অনেক ছোট ছিলাম। আমার কাছে অনেক স্মরণীয়।’ 

আয়োজনে প্রশ্ন উঠে আসে সেরা অলরাউন্ডার সাকিবের আদর্শ নিয়ে। উত্তরে সাকিব জানান, বিভিন্ন সময়ে বিভিন্নজনের খেলার বিভিন্ন দিক ভালো লাগলেও নিজের আদর্শ নিজেই। সাকিব বলেন, ‘নিজের আদর্শ নিজেই! ছোটবেলায় সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়ের ব্যাটিং, ডেনিয়েল ভেট্টোরি, সাকলায়েন মুশতাকের বোলিং ভালো লাগত।’ 

তাঁর সময়ের অনেকেই অবসর যাপন করছেন। একসময়ের সহখেলোয়াড়েরা কেউ কেউ কোচিংয়েও মনোযোগ দিচ্ছেন। তাই ক্রিকেটার সাকিব আর কত দিন খেলবেন এমন প্রশ্নও উঠে আসে ভক্তদের থেকে। জবাবে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘যত দিন ভালো খেলতে থাকব, ফিটনেস থাকবে, মনের ইচ্ছে থাকবে, খেলতে থাকব।’ 

আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর উদ্‌যাপনের জন্য রাস্তায় সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল। নিজে যে মেসির ভক্ত সে কথা বহুবার বলেছেনও গণমাধ্যমে। এবার আজকের আয়োজনেও প্রশ্ন এল, মেসির সঙ্গে খেললে কোন পজিশনে খেলবেন? প্রশ্ন শুনে যেন মুখে হাসি আর ধরে না সাকিব আল হাসানের। উত্তরে জানালেন, ‘সবচেয়ে প্রিয় তো মেসি। কিন্তু ওর সঙ্গে খেলতে গেলে তো তার পজিশন নেওয়া যাবে না। অন্য পজিশনে খেলতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত