ক্রীড়া ডেস্ক
ভারত সফরের মধ্যেই আলোচনায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। সব ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রোটিয়ারা দুটি টেস্ট খেলতে পা রাখবেন ঢাকায়।
বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও জানা গেছে, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আজ মিরপুরের মাঠ পর্যবেক্ষণ করলেন পরিদর্শনে আসা দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। তবে এর মধ্যেই আলোচনা, এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না।
দেশে হত্যা মামলার আসামি সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র-কানাডা লিগ খেলে সরাসরি পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এই অলরাউন্ডার। পাকিস্তান সফর শেষে তিনি চলে যান ইংল্যান্ডে, সারের হয়ে একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে। সেখান থেকেই আবার ভারত সফরে আসেন টেস্ট সিরিজ খেলতে।
প্রশ্ন হলো, ভারত সফর শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কি না? বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য দেশের মাঠে সাকিবের না খেলা নিয়ে কোনো কারণ দেখছেন না। তাঁর বিশ্বাস, মামলা ইস্যুতে কোনো হয়রানির শিকার হবেন না তিনি।
আজ মিরপুরে সাকিবের প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নাফীস বলেছেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’
দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা হতে পারে ভারত সিরিজ শেষ হলে। ছন্দে না থাকলেও এখনো পর্যন্ত সাকিবের ওপর পূর্ণ আস্থা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। দলে থাকলে ভারত সফর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতেই দেশে আসার কথা সাকিবের। নাফীসের কথায় সেটিই বোঝা গেল, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা-না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো সংশয় ব্যক্তিগতভাবে দেখছি না।’
বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সাকিবের খেলা নিয়ে সংশয়হীন, সে হিসেবে সব ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে তারকা অলরাউন্ডার দেশে ফেরার কথা।
ভারত সফরের মধ্যেই আলোচনায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। বাংলাদেশ সফর সামনে রেখে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে এসেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। সব ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রোটিয়ারা দুটি টেস্ট খেলতে পা রাখবেন ঢাকায়।
বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও জানা গেছে, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। আজ মিরপুরের মাঠ পর্যবেক্ষণ করলেন পরিদর্শনে আসা দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদল। তবে এর মধ্যেই আলোচনা, এই সিরিজে সাকিব আল হাসান খেলবেন কি না।
দেশে হত্যা মামলার আসামি সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র-কানাডা লিগ খেলে সরাসরি পাকিস্তান সফরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এই অলরাউন্ডার। পাকিস্তান সফর শেষে তিনি চলে যান ইংল্যান্ডে, সারের হয়ে একটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে। সেখান থেকেই আবার ভারত সফরে আসেন টেস্ট সিরিজ খেলতে।
প্রশ্ন হলো, ভারত সফর শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে সাকিব দেশে ফিরবেন কি না? বাংলাদেশ ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস অবশ্য দেশের মাঠে সাকিবের না খেলা নিয়ে কোনো কারণ দেখছেন না। তাঁর বিশ্বাস, মামলা ইস্যুতে কোনো হয়রানির শিকার হবেন না তিনি।
আজ মিরপুরে সাকিবের প্রসঙ্গে সংবাদমাধ্যমকে নাফীস বলেছেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’
দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা হতে পারে ভারত সিরিজ শেষ হলে। ছন্দে না থাকলেও এখনো পর্যন্ত সাকিবের ওপর পূর্ণ আস্থা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। দলে থাকলে ভারত সফর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতেই দেশে আসার কথা সাকিবের। নাফীসের কথায় সেটিই বোঝা গেল, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা-না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো সংশয় ব্যক্তিগতভাবে দেখছি না।’
বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সাকিবের খেলা নিয়ে সংশয়হীন, সে হিসেবে সব ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সময়ে তারকা অলরাউন্ডার দেশে ফেরার কথা।
গল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১৩ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২৯ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
৩২ মিনিট আগে২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৫ ঘণ্টা আগে