আফ্রিকান আম্পায়াররা কি আমাদের শত্রু হয়ে গেল? পরপর দুই ম্যাচ দেখে এমনটাই মনে হবে সবার কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে আম্পায়াররা ভেজা মাঠে নামিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। সাকিব আল হাসান নামতে না চাইলেও তারা শোনেননি।
তার মধ্যে বিরাট কোহলির ‘ফেক’ ফিল্ডিং বিতর্কও ছিল। কিন্তু তা যেন দেখেও দেখেননি দক্ষিণ আফ্রিকার কোচ মারাইজ ইরাসমাস। এমনকি নুরুল হাসান সোহানরা বিষয়টি জানালেও রিভিউ নেননি, যা প্রমাণিত হলে আইসিসির নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৫ রান পেত বাংলাদেশ। আর এমনটা হলে ম্যাচটা জিতেই যায় তারা! তাতে সাকিবদের সেমিফাইনালে যেতে এত কঠিন সমীকরণের সামনে পড়তে হতো না।
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ফের বিতর্কিত আম্পায়ারিং। ডাচদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় যে ম্যাচ জিতলে কিনা সেমি নিশ্চিত সাকিবদের, এই ম্যাচেও আম্পায়ারের সিদ্ধান্ত বিপক্ষে গেছে বাংলাদেশের। আর আজকের ম্যাচেও রয়েছেন দুই আফ্রিকান আম্পায়ার। টিভি আম্পায়ার হিসেবে আছেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরি এবং অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান থমাস হোল্টস্টক।
আজ শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন সাকিব। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন, তাঁর অবিভ্যক্তিতেই পরিষ্কার। শাদাবের শূন্যে ভাসিয়ে দেওয়া বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন তিনি। বাঁহাতি অলরাউন্ডারের ফ্লিক টাইমিং না হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনের সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন।
টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা যায়। বড় পর্দায় সেটি দেখে সাকিব পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসিকতা করে ফের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন। ঠিক এ সময়ে টিভি আম্পায়ার জানিয়ে দেন সাকিব আউট। তাঁর রায়, বল ব্যাটে লাগেনি, সরাসরি সাকিবের বুটে লেগেছে।
সাকিব অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না। তিনি কথা বললেন অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। আম্পায়াররা তাঁকে তাগিদ দিলেন দ্রুত মাঠ ছাড়তে। বাংলাদেশ অধিনায়ক অসন্তুষ্টি নিয়েই শূন্য রানে ফেরন ড্রেসিংরুমে।
ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও একমত হতে পারেননি আম্পায়ারদের এ সিদ্ধান্তে। তাঁর যুক্তি, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
আম্পায়ার এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নিঃসন্দেহে জঘন্য সিদ্ধান্ত। জাহান্নামে যাও।’
আফ্রিকান আম্পায়াররা কি আমাদের শত্রু হয়ে গেল? পরপর দুই ম্যাচ দেখে এমনটাই মনে হবে সবার কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের বিপক্ষে আম্পায়াররা ভেজা মাঠে নামিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে। সাকিব আল হাসান নামতে না চাইলেও তারা শোনেননি।
তার মধ্যে বিরাট কোহলির ‘ফেক’ ফিল্ডিং বিতর্কও ছিল। কিন্তু তা যেন দেখেও দেখেননি দক্ষিণ আফ্রিকার কোচ মারাইজ ইরাসমাস। এমনকি নুরুল হাসান সোহানরা বিষয়টি জানালেও রিভিউ নেননি, যা প্রমাণিত হলে আইসিসির নিয়ম অনুযায়ী অতিরিক্ত ৫ রান পেত বাংলাদেশ। আর এমনটা হলে ম্যাচটা জিতেই যায় তারা! তাতে সাকিবদের সেমিফাইনালে যেতে এত কঠিন সমীকরণের সামনে পড়তে হতো না।
অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও ফের বিতর্কিত আম্পায়ারিং। ডাচদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় যে ম্যাচ জিতলে কিনা সেমি নিশ্চিত সাকিবদের, এই ম্যাচেও আম্পায়ারের সিদ্ধান্ত বিপক্ষে গেছে বাংলাদেশের। আর আজকের ম্যাচেও রয়েছেন দুই আফ্রিকান আম্পায়ার। টিভি আম্পায়ার হিসেবে আছেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরি এবং অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান থমাস হোল্টস্টক।
আজ শাদাব খানের করা ১১তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন সাকিব। আম্পায়ারের এই সিদ্ধান্তে বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক যে সন্তুষ্ট নন, তাঁর অবিভ্যক্তিতেই পরিষ্কার। শাদাবের শূন্যে ভাসিয়ে দেওয়া বল ডাউন দ্য উইকেটে খেলতে চেয়েছিলেন তিনি। বাঁহাতি অলরাউন্ডারের ফ্লিক টাইমিং না হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের জোরালো আবেদন। দক্ষিণ আফ্রিকান আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক একটু সময় নিয়ে আবদনের সাড়া দেন। সাকিব দ্রুতই আত্মবিশ্বাসের সঙ্গে রিভিউ নেন।
টিভি রিপ্লেতে স্পাইকের রেখা দেখা যায়। বড় পর্দায় সেটি দেখে সাকিব পাকিস্তানি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে রসিকতা করে ফের ব্যাটিংয়ের প্রস্তুতি নেন। ঠিক এ সময়ে টিভি আম্পায়ার জানিয়ে দেন সাকিব আউট। তাঁর রায়, বল ব্যাটে লাগেনি, সরাসরি সাকিবের বুটে লেগেছে।
সাকিব অবশ্য আম্পায়ারের সিদ্ধান্তে একমত হতে পারছিলেন না। তিনি কথা বললেন অন ফিল্ড আম্পায়ারদের সঙ্গে। আম্পায়াররা তাঁকে তাগিদ দিলেন দ্রুত মাঠ ছাড়তে। বাংলাদেশ অধিনায়ক অসন্তুষ্টি নিয়েই শূন্য রানে ফেরন ড্রেসিংরুমে।
ধারাভাষ্যকর ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়াও একমত হতে পারেননি আম্পায়ারদের এ সিদ্ধান্তে। তাঁর যুক্তি, ‘সাকিবের ব্যাট মোটেও মাটিতে লাগেনি। বল ব্যাটে লেগেছে, এ ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশ বাজে আম্পায়ারিংয়ের শিকার।’
আম্পায়ার এই সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘নিঃসন্দেহে জঘন্য সিদ্ধান্ত। জাহান্নামে যাও।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে